Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

উন্নয়ন কাজে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা-এডঃ আবু জাহির এমপি

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নে আরো প্রায় পৌনে তিন কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি। প্রকল্পগুলো হলো- ৫২ লাখ টাকা ব্যয়ে নির্মিত বাগুনীপাড়া ঈদগাহ ভায়া বড়চর সড়ক, ২৪ লাখ টাকা ব্যয়ে দড়িয়াপুর-রতনপুর সড়ক, ৫২ লাখ টাকা ব্যয়ে রতনপুর ব্রয়লার থেকে খোয়াই পাড় সড়ক ও ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত রতনপুর থেকে বাতাস্বর রাস্তার উদ্বোধন। এছাড়া ৯৮ লাখ টাকা ব্যয়ে বাতাস্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ এবং ২০ লাখ টাকা ব্যয়ে স্কুলের শৌচাগার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন। এমপি আবু জাহির এর বরাদ্দে স্থানীয় সরকার প্রকৌশল অধিধপ্তর এলজিইডি এই প্রকল্পগুলো বাস্তবায়ন করেছে। পরে এলাকাবাসীর আয়োজিত এক জনসভায় এমপি আবু জাহির বলেন, উন্নয়নের জন্য আমাকে বলতে হয়। কোথায় কাজ করতে হবে নিজে থেকেই খোঁজ নিয়ে বের করি। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাই জনসেবাকে ইবাদত মনে করেই কাজ করি। এ সময় উন্নয়ন কাজে কোন ধরণের অনিয়ম হলে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, জেলা আওয়ামী লীগ নেতা শেখ একেএম সুফী, সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তালুকদার, নিজামপুর ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান তাজ উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জবেদ আলী মাস্টার, সাধারণ সম্পাদক ডাঃ কুতুব উদ্দিন প্রমুখ। জনসভায় সভাপতিত্ব করেন বাতাস্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাহফুজুর রহমান বাবুল। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন, নূরুল হক তালুকদার, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজ উদ্দিন জুনেদ ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী সুজাত, ইউপি সদস্য আব্দুর রউফ, সোহেল মিয়া ও শফিক মিয়া প্রমুখ।