Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সুজাতপুরে বিভিন্ন ওয়ার্ডে বিএনপি জামাত নেতাদের দিয়ে আ.লীগের কমিটি গঠনের অভিযোগ

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার ১২নং সুজাতপুর ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি গঠনের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও জামাত-বিএনপি নেতাকর্মীদের দিয়ে কমিটি গঠনের অভিযোগ উঠেছে।
অভিযোগ উঠেছে, তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ণ না করেই ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ বিএনপি-জামাতের সাথে সংশ্লিষ্ট লোকদের পদ-পদবী দিয়ে কমিটি গঠন করে দিচ্ছেন। এর প্রতিকার চেয়ে জেলা ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন কমিটির আহ্বায়ক মোঃ আলমগীর মিয়া। তিনি গত মঙ্গলবার দুপুরে লিখিতভাবে এ অভিযোগ দায়ের করেন।
খবর নিয়ে জানা গেছে, বিভিন্ন ওয়ার্ডে যাদেরকে সভাপতি ও সম্পাদক পদের মতো গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে তাদের অধিকাংশই বিএনপি-জামাতের নেতা হিসেবে পরিচিত। ভালোভাবে যাচাই বাছাই না করেই তড়িগড়ি করে কমিটি ঘোষণা দেয়ায় এসব কমিটির বিরুদ্ধে পাহাড়সম অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনেছেন তৃণমূলের কর্মীরা।
অভিযোগে জানা যায়, বানিয়াচং উপজেলার ১২নং সুজাতপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে মনোনীত করা হয়েছে মোঃ শাহ আলম জুনুকে। আর সাধারণ সম্পাদক করা হয়েছে মোঃ মুহিন মিয়াকে। যারা এককালে জামাত ও বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন এবং তার পরিবারের প্রায় সকলেই ওই দলের সাথে সরাসরি জড়িত। গত দুই সংসদ নির্বাচনে ভোটাররা যাতে কেন্দ্রে যেতে না পারে তারা তখন বাঁধা বিঘ্নের সৃষ্টি করেছিল। এর পুর্বে ৯নং ওয়ার্ড কমিটির বিরুদ্ধেও লিখিত অভিযোগ ওই ইউনিয়ন আওয়ামীলীগের নেতা মোঃ তফছির চৌধুরী।
অভিযোগের অনুলিপি বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ সংশ্লিষ্টদের দেয়া হয়েছে।
এ ব্যাপারে বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন খান জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে। কোন অবস্থাতেই অনুপ্রবেশকারীদেরকে দলের পদ-পদবীতে রাখা যাবে না। কেহ যদি এমনটা করে থাকে তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত ৮ মার্চ সুজাতপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সম্মেলন অনুষ্টিত হয়। সম্মেলনে ইউনিয়ন আওয়ামীলীগ নেতারা শাহ আলম চৌধুরী জুনুকে সভাপতি ও মুহিন মিয়াকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা দেন। তারা বিএনপি-জামাত রাজনীতির সাথে সম্পৃক্ত বলে অভিযোগ রয়েছে।