Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে কুশিয়ারা নদীতে সাতার কাটতে গিয়ে কিশোর নিখোঁজ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের কুশিয়ারা নদীতে সাতার কাটতে গিয়ে মারুফ মিয়া নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। নিখোঁজ মারুফ মিয়া (১৭) নারায়ানগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার পশ্চিম ফতুল্লা গ্রামের মৃত দুলাল মিয়ার পুত্র। গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে নবীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী শেরপুর কুশিয়ারা নদীতে এঘটনা ঘটে। রাত ১০টা পর্যন্ত অভিযানে নিখোঁজ মারুফের কোনো সন্ধান পাওয়া যায়নি। রাত ১০টায় আজকের মতো অভিযানের সমাপ্ত করা হয়। তবে শুক্রবার সকালে আবারো উদ্ধার অভিযান শুরু করবে দমকল বাহিনী ও ডুবুরি দল।
দমকল বাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, মারুফ মিয়াসহ ১৯ জনের একদল লোক তাবলীগের চিল্লার জন্য নবীগঞ্জ উপজেলার শেরপুরস্থ জামে মসজিদে আসেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ১টার দিকে কুশিয়ারা নদীতে গোসল করতে নামেন মারুফসহ ৩ জন। এ সময় তারা নদীর নবীগঞ্জ অংশ থেকে ওসমানীনগরের অংশ পর্যন্ত সাতার কাটতে গিয়ে দুইজন ফিরে আসলেও মারুফ মিয়া পানির নিচে নিখোঁজ হন। খবর পেয়ে ওসমানীনগর উপজেলা, সিলেট সদর উপজেলার দমকল বাহিনীর দুটি ইউনিট ও সিলেট তালতলা ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে এবং বিকাল সাড়ে ৪ টার দিকে উদ্ধার অভিযান শুরু করে। রাত ১০ টা পর্যন্ত চলা অভিযানে নিখোঁজ মারুফের কোনো সন্ধান পাওয়া যায়নি। আজকের মতো অভিযান সমাপ্ত করেছে দমকল বাহিনী ও ডুবুরি দল। শুক্রবার সকালে পুনরায় মারুফকে খুজতে অভিযানে নামার কথা রয়েছে। এ ব্যাপারে ওসমানীনগর উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ রাজা মিয়া বলেন, শেরপুর কুশিয়ারা নদীতে এক ব্যক্তি নিখোঁজের ঘটনায় বিকাল থেকে আমরা রাত ১০টা পর্যন্ত অভিযান চলার পরও নিখোঁজ মারুফের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাই আজকের মতো অভিযান সমাপ্ত করেছি। শুক্রবার সকাল থেকে ওসমানী নগর দমকল বাহিনী ও সিলেটের ডুবুরি দল আবারো উদ্ধার কাজ শুরু করবে।