Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ সদর উপজেলায় মাস ব্যাপী হকি প্রশিক্ষণ সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি ॥ মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে তৃণমূল পর্যায়ে খেলাধুলার সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় হবিগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় সদর উপজেলার অনূর্ধ্ব-১৬ বছরের বালকদের নিয়ে এক মাস ব্যাপী হকি প্রশিক্ষণ শেষে সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান গতকাল জেলার জালাল স্টেডিয়ামে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিস কর্তৃক প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন কলি, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবদুর রহমান, জেলা ক্রীড়া সস্থার সদস্য আবদুল মোতালিব মমরাজ, হুমায়ূন খান, বীর মুক্তিযোদ্ধা ও ক্রীড়া প্রশিক্ষক আব্দুর রহমান, হকি প্রশিক্ষক মো. ফরহাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মো. নূর হোসেন।