Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে কমিউনিটি ক্লিনিকে সেবার মানোন্নয়নে সভা ॥ করোনা ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার আহবান

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে কমিউনিটি ক্লিনিকে সেবার মানোন্নয়নের লক্ষ্যে সেবাদানকারী ও সেবাগ্রহীতাদের নিয়ে অনুষ্ঠিত মুখোমুখি সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবুল হাদী মোঃ শাহপরাণ বলেছেন, বিশ^জুড়ে করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে তা থেকে বাংলাদেশ এখনো নিরাপদ আছে। সরকার প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেছে। এ ব্যাপারে আতংকিত হওয়ার কোন কারণ নেই। সবাইকে সচেতন হতে হবে। এব্যাপারে কমিউনিটি ক্লিনিকগুলোতে কর্মরতদেরকে জনগণের মধ্যে সচেতনতামুলক প্রচারণা চালানোর জন্য তিনি নির্দেশ দেন। গতকাল ২নং বানিয়াচং উত্তর-পশ্চিম ইউপি হলরুমে চানপাড়া কমিউনিটি ক্লিনিকে সেবার মানোন্নয়নের লক্ষ্যে কেয়ার বাংলাদেশের সৌহার্দ প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ঢাকা আহছানিয়া মিশন আয়োজিত এক সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন। ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খানের সভাপতিত্বে ও সৌহার্দ প্রকল্পের টেকনিক্যাল অফিসার তাহমিনা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, পরিবার-পরিকল্পনা কর্মকর্তা বাবুল দে, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমদাদুল হোসেন খান ও ঢাকা আহছানিয়া মিশনের উপজেলা সমন্বয়কারী রিয়াদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চানপাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রাজিয়া খাতুন, ইউপি মেম্বার জিতু মিয়া, মহিলা মেম্বার মনোয়ারা বেগম প্রমুখ।