Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ শহর ও বানিয়াচঙ্গে অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রি ॥ ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসকে কেন্দ্র করে অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করার দায়ে হবিগঞ্জ শহরে ও বানিয়াচঙ্গে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। তার মধ্যে হবিগঞ্জ শহরের ৪ ব্যবসায়ী ও বানিয়াচঙ্গে ৪ ব্যবসায়ীকে। গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে হবিগঞ্জের টাউন হল রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করায় সিটি লেদারকে ১০ হাজার, আল মক্কা ফ্যাশনকে ২ হাজার, ট্যুডে ফ্যাশনকে ১হাজার এবং ম্যান ষ্টাইল ফ্যাশনকে ৩হাজার টাকাসহ ৪ টি প্রতিষ্ঠানকে মোট ১৬হাজার টাকা জরিমানা করা হয় ।
সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এ সময় ব্যবসায়ীদের অতিরিক্ত দামে বিক্রি না করার পরামর্শ দেন। তিনি বলেন, যদি ব্যবসায়ীরা ভবিষ্যতে মাস্কের দাম বাড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করে তবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। অপর দিকে
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে মাস্ক বিক্রি করায় ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খান যৌথভাবে বানিয়াচং সদরের বড়বাজারে এ অভিযান পরিচালনা করেন। এসময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে মাস্ক বিক্রির অভিযোগে ব্যবসায়ী মোশারফ হোসেনকে ২ হাজার, সুভাষ দত্তকে ১ হাজার, রহমানিয়া এন্টারপ্রাইজ ১ হাজার ও রাকিব মিয়াকে ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এসময় ইউএনও মামুন খন্দাকর বলেন, যদি কোন ব্যবসায়ী সিন্ডিকেট এর মাধ্যমে নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে মাস্ক কিংবা হ্যান্ড ওয়াশ জাতীয় পণ্য বিক্রি করেন, এধরনের প্রমান পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।