Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পরকালের কথা চিন্তা না করে অনেকেই সম্পদ ও ক্ষমতার পিছনে ঘুরছেন- পীর চরমোনাই

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সমস্যাসঙ্কুল বিশ্বে মহানবী হযরত মোহাম্মদ (সঃ) এর আদর্শ অনুসরনের মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব। পৃথিবীর বিভিন্ন দেশে ইসলাম ধর্ম নিয়ে গবেষনাকারী অনেক বিজ্ঞানী এখন ইসলাম ধর্ম গ্রহন করেছেন। এদেশে জনসংখ্যার ৯২ ভাগ মুসলমান, সাড়ে ৩ লক্ষ মসজিদ, ৭ লক্ষ ইমাম-মোয়াজ্জিন, ৭০ হাজার ছোট বড় মাদ্রাসা। যে দেশে আজানের শব্দ শুনে শিশুদের ঘুম ভাঙ্গে সেখানে কোন নামাজি বেনামাজিদের সমর্থন করতে পারে না। অনেক দল বেপর্দা মহিলা নিয়ে রাজনীতি করে। যারা পর্দা মানে না তাদের স্থান জাহান্নামে। মুনাফিকদের স্থানও জাহান্নামে। পরকালের কথা চিন্তা না করে এখন অনেকেই সম্পদ ও ক্ষমতার পিছনে ঘুরছেন। জিহাদ মানে মারামারি, কাটাকাটি নয়, অন্যায়ের প্রতিবাদ করা। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করতে হবে। আত্মশুদ্ধি না করতে পারলে কেউ বেহেশতে যেতে পারবে না। কবরে গিয়ে ফেরত আসার সুযোগ নেই। কবরে দলাদলি চলবে না। বিভিন্ন সময়ে প্রকাশিত বিভিন্ন গ্রন্থে ভুল হওয়ার কথা স্বীকার করা হলেও পবিত্র কোরআন শরীফে কোন ভুল নাই। দ্বীনি শিক্ষা গ্রহন করা মুসলমানদের জন্য ফরজ। আমিরুল মুজাহিদীন হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই গতকাল সোমবার সন্ধ্যায় স্থানীয় চিলড্রেন পার্কে বাংলাদেশ মুজাহিদ জেলা কমিটির উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথাগুলো বলেন। তিনি বলেন, মায়ানমারে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। নির্যাতন না করার জন্য জাতিসংঘের সাবেক মহাসচিবের অনুরোধও তারা উপেক্ষা করেছে। এ অনুরোধও অনেকটা আই ওয়াশ। ভারত, চীন, রাশিয়া মুসলিম নিধনের বিরুদ্ধে কোন কথা বলেনি। এখন সময় এসেছে মুসলিম জাতিসংঘ প্রতিষ্ঠা করার। পরে পীরসাহেব চরমোনাই লাখাই উপজেলায় আরেকটি ওয়াজ মাহফিলে যোগদান করেন।