Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের সাধারণ সভায় নয়া কমিটি গঠন ॥ দুলন চক্রবর্তী সভাপতি, ফজলুল কবীর চৌধুরী সম্পাদক ও ফরিদ উদ্দিন সাংগঠনিক সম্পাদক

স্টাফ রিপোর্টার ॥ ব্যাংকার্স এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সভা গতকাল সকালে অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ হল রুমে ব্যাংকার্স এসোসিয়েশন সভাপতি মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় কোরান তেলাওয়াত করেন ইসলামী ব্যাংক কর্মকর্তা মোঃ আবুল হাসিম, গীতা পাঠ করেন ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপক নিখিল চন্দ্র দাস। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শামীম আহছান ও মোঃ ফজলুর রহমান, এসোসিয়েশনের প্রতিষ্টাতা সভাপতি দিপ্তিশ কুমার দাস ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপক দুলন কান্তি চক্রবর্তী। সভার শুরুতে এসোসিয়েশনের বার্ষিক কার্যক্রমের উপর প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক মোঃ ফজলুল কবীর চৌধুরী, আয়-ব্যয়ের হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ নিখিল চন্দ্র দাস। বক্তব্য রাখেন মিচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংকের ব্যবস্থাপক ইনামুর রহমান লস্কর, পূবালী ব্যাংক বার লাইব্রেরী শাখা ব্যবস্থাপক মোঃ নোমান মিয়া। সভায় অগ্রণী ব্যাংক কর্মকর্তা শুভাশিষ কিশোর চৌধুরী সুমনের অকাল মৃত্যুতে ১মিনিট নিরবতা পালন ও শোক প্রস্তাব গৃহীত হয়।
সভায় ৫ সদস্য বিশিষ্ট বোর্ড সোনালী ব্যাংকের ব্যবস্থাপক দুলন কান্তি চক্রবর্তীকে সভাপতি, পূবালী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ ফজলুল কবীর চৌধুরীকে সাধারণ সম্পাদক ও সোনালী ব্যাংক কর্মকর্তা ফরিদ উদ্দিন আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ব্যাংকার্স এসোসিয়েশনের নয়া কমিটি প্রস্তাব করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।