Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কসবায় ভয়াবহ রেল দুর্ঘটনা ॥ হবিগঞ্জের নিহতদের ৮ পরিবারকে অবশেষে আর্থিক সহযোগিতা প্রদান

আজিজুল ইসলাম সজীব ॥ ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবায় রেল দুর্ঘটনায় নিহত হওয়া বানিয়াচঙ্গের শিশু আদিবা আক্তার (২) সহ ৮ জন নিহতদের পরিবারের হাতে অবশেষে সরকার ঘোষিত ১ লাখ টাকার চেক তুলে দিয়েছেন রেলমন্ত্রী। গতকাল রোববার (৮মার্চ) দুপুর সাড়ে ১১টায় রেল ভবনে বানিয়াচঙ্গ উপজেলার টাম্বুলিটুলা মহল্লার নিহত আদিবা আক্তার (২) এর বাবা সোহেল মিয়ার হাতে ১ লক্ষ টাকার এই আর্থিক চেক হস্তান্তর করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেল মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি।
এ সময় তিনি দুর্ঘটনায় নিহত হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা গ্রামের ইয়াছিন আরাফাত (১২), চুনারুঘাটের তিরেরগাঁওয়ের সুজন আহমেদ (২৪), বানিয়াচংয়ের আল-আমিন (৩০), আনোয়ারপুরের আলী মোহাম্মদ ইউসুফ (৩২), হবিগঞ্জ সদর উপজেলার রিপন মিয়া (২৫), চুনারুঘাটের পিয়ারা বেগম (৩২)। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মন্ত্রণালয়ের সচিব ছাড়া ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখিত, গত ১ মার্চ দৈনিক হবিগঞ্জ জনতার এক্সপ্রেস পত্রিকায় কসবায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা “হবিগঞ্জের নিহত ৯ জনের কেউ পায়নি ক্ষতিপূরণ” এই শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরবর্তীতে এই সংবাদটি পরের দিন দেশের বিভিন্ন জাতীয় ও কয়েকটি স্থানীয় পত্রিকায় ফলাও করে প্রকাশ করে। সংবাদটি হবিগঞ্জ জেলার প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চোখে পড়লে বিষয়টি উর্ধতন কতৃপক্ষ এবং রেল মন্ত্রণায়ল এ ব্যাপারে জানান। প্রকাশ, ২০১৯ সালের ১২ নভেম্বর দিনগত রাত পৌনে ৩টা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকা অভিমুখী আন্তঃনগর ট্রেন তুর্ণা নিশীথা এক্সপ্রেস ও চট্টগ্রাম অভিমুখী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় ট্রেনের ১৬ জন নিহত হন ও আহত হন অর্ধশতাধিকের ও বেশি যাত্রী। এ ঘটনার পর তূর্ণা নিশীথার চালক, সহকারী এবং গার্ডকে গাফিলতির অভিযোগে সাময়িক বরখাস্ত করে রেলওয়ে কর্তৃপক্ষ। একইসঙ্গে পাঁচটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে ট্রেন দুর্ঘটনার জন্য তূর্ণা নিশীথার কর্মীরা দায়ী বলে তদন্ত প্রতিবেদনে বলা হয়।কমিটিগুলোর প্রতিবেদনে দেখা যায়, আন্তঃনগর ৭৪১ নম্বর তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনের লোকোমাস্টার, সহকারী লোকোমাস্টার ও গার্ডের সিগন্যালগুলো যথাযথভাবে পর্যবেক্ষণ না করে ট্রেন পরিচালনার কারণে এ দুর্ঘটনা সংঘটিত হয়। যাতে ঝরে যায় অনেকগুলো তাজাপ্রাণ।