Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কাউরিয়াকান্দি হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে জমকালো বিভিন্ন অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়নের কাউরিয়াকান্দি গ্রামে হযরত শাহজালাল (রহ:) উচ্চ বিদ্যালয় মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার, বির্তক প্রতিযোগীতা, মঞ্চ নাটক ও নৃত্য অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৭ মার্চ সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপত্বি করেন ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তাইদুল ইসলাম তাইদুল। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুস সালাম এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই উদ্বোধনী বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়াম্যান আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ শামছুল হক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি। বক্তব্য রাখেন, কাউরিয়াকান্দি গ্রামের বিশিষ্ট মুরুব্বি হাজী মঙ্গল মিয়া, আব্দুল আজিজ চৌধুরী, হাজী আবু তাহের, আগুয়া গ্রামের বাবুল চৌধুরী, টুপিয়াজুরি গ্রামের ছবুর মিয়া, এস এম দেলোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা মেম্বার খোদেজা আক্তার হাসিনা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিদ্যালয় মাধ্যমিক এমপিও করণ এবং সীমানা প্রাচীর নির্মাণসহ বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কর্মকান্ডে ভূমিকা রাখবেন বলে আশ্বস্ত করেন। উক্ত অনুষ্ঠানে আরো ছিল বঙ্গবন্ধু শতবর্ষ ডকুমেন্টারি ডিসপ্লে নৃত্যানুষ্ঠান, দেশাত্মবোধক গান। অনুষ্ঠানের শুরুতেই মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন কাউরিয়াকান্দি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আলাউদ্দিন নুরী। গীতা পাঠ করেন বাবু বিশ্বরঞ্জন দাস।
অনুষ্ঠানে “দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে’ পরিবারের ভূমিকাই মূখ্য” শীর্ষক বিতর্ক প্রতিযোগীতায় মডারেটর ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফ হাসান। সহযোগিতায় ছিলেন মোঃ জিয়াউর রহমান ও রূপক রায়। নাটক বাংলার সূর্য সন্তান এর পরিচালনায় ছিলেন সহকারী শিক্ষক সিংকু চন্দ্র দাস। সহযোগিতায় ফাইজুর রহমান ফয়েজ। এছাড়ও খেলাধুলা ক্রীড়া পরিচালনায় ছিলেন মোহাম্মদ আব্দুল্লাহ দুলাল। তাকে সহযোগিতা করেন মোহাম্মদ মোজাম্মেল হক এবং সমীর কুমার মন্ডল। উক্ত অনুষ্ঠানে গন্যমান্য ব্যক্তিবর্গ ও ম্যানেজিং কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।