Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বার্ষিক পুলিশ সমাবেশে ডিআইজি কামরুল হাসান ॥ পুলিশ আন্তরিক ভাবে কাজ করলে আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখা সম্ভব

স্টাফ রিপোর্টার ॥ সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ কামরুল হাসান বলেছেন-এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে হলে প্রত্যেক পুলিশ সদস্যকে আন্তরিক ভাবে কাজ করতে হবে। আন্তরিক ভাবে কাজ করলে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। তিনি আরো বলেন- খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। পুলিশকে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলা করতে হবে। তিনি আরো বলেন-তরুণ প্রজন্ম মাদক থেকে দূরে সরে খেলাধুলা ও সংস্কৃতিতে মনোযোগী হবে। পুলিশকে এ খেলার আয়োজন করতে হবে। গতকাল শুক্রবার বিকেলে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশ লাইনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জের পুলিশ সুপার সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিপিএম)। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সিলেট বিভাগীয় সভানেত্রী মুনমুন হাসান, সিলেটের পুলিশ সুপার (ফিন্যান্স এন্ড ডিসিপ্লিন) নূরুল ইসলাম, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) হবিগঞ্জ জেলা সভানেত্রী মারুফা ইয়াসমিন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামাল। ক্রীড়া প্রতিযোগীতায় উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এস এম ফজলুল হক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোঃ নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার এসএম রাজু আহমেদ, সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, সিনিয়র সহকারি পুলিশ সুপার মোহাম্মদ নাজিম উদ্দিন, সহকারি পুলিশ সুপার তৃপ্তি মন্ডল, সহকারি পুলিশ সুপার মানছুরা আক্তার, ভিপি.জিপি এডঃ আব্দুল মোছাব্বির বকুল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, একাত্তর টিভি জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি এমএ মজিদ, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী, মোহনা টিভি জেলা প্রতিনিধি মোঃ ছানু মিয়া প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন ডিআই-১ কাজী কামাল আহমেদ, হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ নাজিম উদ্দিন, লাখাই থানার ওসি সাইদুল হক, মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন, বানিয়াচং থানার ওসি রঞ্জন সামান্ত, আজমিরীগঞ্জ থানার ওসি মোশারফ হোসেন তরফদার, ডিবির ওসি মানিকুল ইসলাম, ডিবি ওসি এমরান হোসেন, ট্রাফিক ইন্সেপেক্টর অরুন দেওয়ান, ট্রাপিক ইন্সেপেক্টর ফারুক আল-মামুনসহ অন্যান্য থানার ওসি, ওসি তদন্তসহ সাব ইন্সেপেক্টর, কনস্টেবলগণ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন। শেষে বিগত পিএসসি, জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পুলিশ সদস্যের সন্তানদের সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, তার সহধর্মীনি বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) হবিগঞ্জ জেলা সভানেত্রী মারুফা ইয়াসমিন। রাত ৮টার দিকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে ডিআইজি কামরুল হাসান, হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, হবিগঞ্জের প্রেসক্লাব সভাপতি মোঃ ইসমাইল হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। সাংস্কৃতি অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাসহ স্থানীয় ও দেশের বিভিন্ন স্থান থেকে আগত শিল্পীরা গান পরিবেশন করেন।