Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মুসলিম নির্যাতন ও মোদির বাংলাদেশে আসার প্রতিবাদে ইমামবাড়ীতে বিক্ষোভ

প্রেস বিজ্ঞপ্তি ॥ ভারতে মুসলিম নির্যাতন ও মোদির বাংলাদেশে আসার প্রতিবাদে ইমামবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। গতকাল বুধবার বিকাল ৩ ঘটিকায় ইমামবাড়ী এলাকার সম্মিলিত উলামায়ে কেরাম ও মুসলিম জনতার উদ্যোগে মুফতি শাহ আব্দুল হক সাহেবের সভাপত্বিতে ও মুফতি লুৎফুর রহমান এর পরিচালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন নরেদ্র মোদির হাতে বারবার মুসলমানদের রক্তের দাগ লেগেছে। তার প্রশ্রয়ে দিল্লিতে হিন্দুত্ব বাদী সাম্প্রদায়ীক উন্মাদনায় মুসলমানদের বিরুদ্ধে পরিকল্পিত গণহত্যা চালানো হয়েছে। এমন একজন বিতর্কিত ব্যক্তিকে স্বাধীনতার মাসে মুজিব বর্ষে আমন্ত্রণ জানানো একদিকে যেমন মুজিব বর্ষকে কলঙ্কিত করা হবে, অন্যদিকে স্বাধীনতার চেতনাকে ভূলন্ঠিত করে গোটা জাতিকে অপমান করা হবে। বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না। আমরা তাঁর আমন্ত্রণ প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। আমরা মুজিব বর্ষের বিরোধিতা করছি না। আমরা ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নয়, ব্যক্তি নরেদ্র মোদির বিরোধিতা করছি। ভারতে রাষ্ট্রীয়ভাবে মুসলমানদের নির্মূল করার অপচেষ্টা চলছে। সিএএ, এনআরসি এসবের মূল উদ্দেশ্য ভারতকে মুসলিম শূন্য করা।
বক্তব্য রাখেন মাওঃ আব্দুস শহিদ, মাওঃ ইমদাদুল্লাহ সাহেবজাদায়ে পুরানগাও, মাওঃ আইয়ুব বিন সিদ্দিক, মাওঃ আব্দুর রহমান, মাওঃ আফরুজ, মাওঃ হাবিবুর রহমান জিহাদী, মাওঃ শাহ খলিল, মুফতি মুস্তাক ফুরকানি, মাওঃ আজিজুল হক, মাওঃ কাউছার বিন শাহি, ক্বারী রজব আলী, হাফেজ মাওঃ মঈন উদ্দিন, মুফতি মশিউর রহমান, হাঃ মাওঃ হামিউদ্দিন, মাওঃ ফয়েজ আহমদ, রহুল আমিন, জাহিদুর রহমান প্রমুখ।