Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের শতক বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ঝাকজমকপূর্নভাবে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ১০ ঘটিকা থেকে ভোট গ্রহন শুরু হয়ে একটানা বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। নির্বাচনে ৫টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ১৮৯ জন ভোটারের মধ্যে ১৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে সাবের আহমেদ চৌধুরী ৮২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী শফিউল আলম বজলু পান ৭২ ভোট ও শাহ গোলাম ইজদানী শামীম পেয়েছেন ২৩ ভোট। সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থীর মধ্যে ৫৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম এলাইছ। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী ছালিক মিয়া পেয়েছেন ৪৪ ভোট। অপর দুই প্রার্থী জাহেদুজ্জামান তুলা পেয়েছেন ৪০ ভোট ও আলফাজ মোহাম্মদ আনফাল পেয়েছেন ৩৩ ভোট। সহ সভাপতি পদে ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো: আনোয়ার মিয়া। ৭৭ ভোট পেয়ে তার নিকটতম হয়েছেন ওমর মিয়া। সহ সাধারণ সম্পাদক পদে ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ডাঃ সুবল চন্দ্র দেব, অপর প্রার্থী ফখরুল ইসলাম পেয়েছেন ৫৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে তোফাজ্জল চৌধুরী ৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর দুই প্রার্থী সেলিম মিয়া ৬৫ ভোট ও জায়েদ মিয়া পেয়েছেন ১৮ ভোট। ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি গজনাইপুর ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল। এ সময় উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সৈয়দ মাহবুব আলী নুরু, যুগ্ম আহবায়ক ছালাম মিয়া, নির্বাচন কমিশনার শহিদুল ইসলাম শাহিন। নির্বাচন পরিদর্শন করেন উপজেলা বিএনপির সিনিঃ যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান শেফু, যুগ্ম আহবায়ক শিহাব আহমদ চৌধুরী, গজনাইপুর ইউপি বিএনপির সাধারণ সম্পাদক আবুল খয়ের কায়েদ, স্পেন প্রবাসী যুব নেতা ছায়েদ মিয়া, নবীগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি সাংবাদিক এম.এ মুহিত, সাধারণ সম্পাদক সাংবাদিক মতিউর রহমান মুন্না, যুগ্ম সম্পাদক সাংবাদিক ছনি চৌধুরী, ইউপি সদস্য জাহেদ আহমেদ, তোফাজ্জল হক বকুল, গোলাম মর্তুজা স্বপন, জুবায়ের আহমেদ প্রমূখ।