Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ইংল্যান্ড প্রবাসী তোফাজ্জল চৌধুরী ও মোফাজ্জল চৌধুরী বিরুদ্ধে অপপ্রচারে হবিগঞ্জ সচেতন নাগরিক সমাজের প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার ॥ বিশিষ্ট রাজনীতিক ও ইংল্যান্ড প্রবাসী তোফাজ্জল হোসেন চৌধুরী ও তার সহোদর মোফাজ্জল হোসেন চৌধুরীর বিরুদ্ধে কুৎসা রটানো ও পত্রিকায় সংবাদ প্রকাশের প্রতিবাদে গতকাল সোমবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাবে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক সমাজ হবিগঞ্জ-এর আয়োজনে ও জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডঃ মোঃ আব্দুল হান্নান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, দৈনিক হবিগঞ্জ সমাচারের সম্পাদক বিশিষ্ট মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, ইংল্যান্ড প্রবাসী কমিউনিটি লিডার ফিরোজ চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, অধ্যক্ষ পার্থ প্রতীম দাস, প্রভাষক মোঃ ফরিদ আহমেদ, প্রভাষক শাহ জয়নাল আবেদীন রাসেল, বাপার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, অর্গানিজেশন ফর দ্যা রেকগনিশন অব বাংলা-এর হবিগঞ্জ জেলা শাখার সিনিয়র কর্মকর্তা ওয়াদুদ মাহমুদ চৌধুরী শামীম, মফিজুর রহমান টিটু, ব্যবসায়ী আনিসুজ্জামান জেবু, অভিমান্য রায় অভি, আ ফ ম কামরুল নাইম, দিলীপ চৌধুরী, ব্যবসায়ী সাজিদুর রহমান সাজিদ, আমিরুল ইসলাম আখঞ্জি, মোস্তাফিজুর রহমান চৌধুরী প্রমূখ।
বক্তারা বলেন, বাংলাভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার অন্যতম স্বপ্নদ্রষ্টা, অর্গানিজেশন ফর দ্যা রেকগনিশন অব বাংলা এ্যাজ এ্যান অফিসিয়াল ল্যাংগুয়েজ অব দ্যা ইউনাইটেড নেশনস-এর মহাসচিব বিশিষ্ট রাজনীতিবিদ তোফাজ্জল হোসেন চৌধুরী ও তার সহোদর দীর্ঘ ২ যুগ ধরে ইংল্যান্ডে সুনামের সাথে চাকুরী ও ব্যবসা-বানিজ্য চালিয়ে যাচ্ছেন। তারা হবিগঞ্জ শহরের অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান। সম্প্রতি একটি কুচক্রী মহল তাদের পরিবারের সেই সুনামে ঈর্ষান্বিত হয়ে পত্রিকায় মিথ্যা সংবাদ প্রচার করিয়ে মানহানির চেষ্টা করছে। বক্তারা তাদের এহেন কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।