Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিদ্যুতের দাম কমার-দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিদ্যুতের দাম কমানো, সাম্প্রদায়িক দাঙ্গাবাজ, সন্ত্রাসী নরেন্দ্রমোদীকে বাংলাদেশে দেখতে চাই না-দাবিতে হবিগঞ্জ জেলা সিপিবি’র বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। গতকাল রবিবার বিকাল ৫টায় স্থানীয় আরডি হল মাঠে এই কর্মসূচি পালিত হয়। কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে ও কমরেড পীযুষ চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন, জেলা সিপিবি নেতা সিনিয়র আইনজীবী এডভোকেট মুখলেছুর রহমান, চৌধুরী মহিবুন্নুর ইমরান, মোঃ সাহেব আলী। সংহতি বক্তব্য রাখেন জেলা বাসদ নেতা নূরুল হুদা চৌধুরী শিবলী, জেলা উদীচীর সাধারণ সম্পাদক আজিজুর রহমান কাউছার, মোঃ আহাদ মিয়া, বিষ্ণু সরকার, অবিনাশ সরকার, সাহেদ মিয়া, মনজিল মিয়া ও রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, কোন যৌক্তিক কারণ ছাড়া অন্যায়ভাবে বিদ্যুতের বিল বাড়ানো হয়েছে। বিদ্যুৎ বিভাগের দূর্নীতি ও অব্যবস্থাপনা দুর করতে পারলে বিদ্যুৎ বিল কমানো সম্ভব। অথচ তা না করে সরকার জনগণের উপর বাড়তি বোঝা চাপিয়ে দিয়েছে। বিদ্যুৎ বিল বাড়ার কারণে নিত্যপণ্যের দাম আবারো বাড়বে। কারণ মানুষের আয় বাড়েনি অথচ ব্যয় বাড়িয়ে দিল সরকার। তাই এই গণবিরোধী সরকারের বিরুদ্ধে সাধারণ জনগণকে রাজপথে নেমে লড়াই করার আহবান জানান। সাম্প্রদায়িক সন্ত্রানী, দাঙ্গাবাজ নরেন্দ্র মোদীকে বাংলাদেশের জনগণ দেখতে চায় না বলেও বক্তারা মন্তব্য করেন। সম্প্রদায়িক বিজেপির কর্মকান্ডে তীব্র নিন্দা ও ঘৃনা প্রকাশ করে ভারতের দেশপ্রেমিক অসম্প্রদায়িক জনগণকে নির্যাতিত মানুষের পাশে দাড়ানোর আহবান জানান। সভার শুরুতে মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা ও ১লা মার্চ স্বৈরাচার বিরোধী আন্দোলনে কমরেড তাজুলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।