Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শীঘ্রই সরকারিকরণ হচ্ছে শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজ-এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ অতি শীঘ্রই শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজকে সরকারিকরণ করা হবে বলে জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কলেজটির গভর্নিং সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল শনিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ ও বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তরিত করতে চায়। সেজন্য সারা দেশে কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান-তথ্য প্রযুক্তির ভালো দিক গ্রহণ করে খারাপ দিকগুলো বর্জন করতে হবে।
সংসদ সদস্য তাঁর বক্তৃতায় শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজকে দ্রুত সরকারিকরণ করে দেওয়ার আশ্বাস দিলে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা উল্লসিত হন। উপস্থিত সকলেই করতালি দেন এবং এমপি আবু জাহির এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান, আব্দুল্লাহ সরদার প্রমুখ।
অনুষ্ঠানে দুই সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। এর আগে এমপি আবু জাহিরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষক-শিক্ষার্থীরা।
কলেজ কর্তৃপক্ষ জানায়, ১৯৭৩ সালে প্রতিষ্ঠার পর থেকে এলাকার শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ। বর্তমানে কলেজটিতে প্রায় তিন হাজার ছাত্র-ছাত্রী অধ্যয়নরত। শিক্ষক-শিক্ষিকা রয়েছেন ৪৫ জন। পাঁচটি বিষয়ে অনার্স (সম্মান) কোর্স চালুসহ প্রতিষ্ঠানটিতে রয়েছে ডিগ্রি পাস কোর্স।