Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মুজিব বর্ষ উপলক্ষে আব্দুস শহীদ কলেজের ইস্পাহানি ভবন ও “মুজিব কর্ণার” এর শুভ উদ্বোধন

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মুজিব বর্ষ উপলক্ষে উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ কলেজের স্থায়ী ক্যাম্পাসে নবনির্মিত ইস্পাহানী ভবন ও মুজিব কর্নার’র উদ্বোধন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার (২৯ ফেব্রুয়ারি) কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও অত্র কলেজের প্রতিষ্ঠাতা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, বিশেষ অতিথি মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জিএম শিবু লাল বসু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল, ইস্পাহানী টি কোম্পানির কর্মকর্তা সেলিম রেজা, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম খাঁন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, চেয়ারম্যান ভানুলাল রায়, ভুনবীর ইউনিয়নের চেয়ারম্যান চেরাগ আলী প্রমুখ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল। আলোচনা সভার পর কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ পিয়ালী ভৌমিক। ২০১২ সালে কলেজটির অস্থায়ী ভবন শ্রীমঙ্গল কলেজ রোডে ক্লাস শুরুর পর গতবছরের ডিসেম্বর মাসে শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নের মতিগঞ্জে নিজস্ব ভূমির উপর নির্মিত ক্যাম্পাসে ইস্পাহানী কোম্পানির অর্থায়নে নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে কলেজটি অনেক এগিয়ে গেলো।