Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দুই উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে ৩৯ লাখ টাকার চেক ও অস্বচ্ছলদের মাঝে কম্বল বিতরণ করেছেন এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ ২০১৯-২০২০ অর্থ বছরে গৃহীত টিআর ১ম পর্যায় প্রকল্পের আওতায় হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলায় ৩৯ লাখ ৬ হাজার টাকার টাকার চেক বিতরণ করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব চেক বিতরণ করেন তিনি। দুই উপজেলার ৬৪টি মসজিদ, মন্দির, সংগঠন খেলার মাঠ ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে এই বরাদ্দ প্রদান করেছেন সংসদ সদস্য। এগুলোর মধ্যে হবিগঞ্জ সদর উপজেলায় ৪৭ ও শায়েস্তাগঞ্জ উপজেলায় ৭টি। একইদিন হবিগঞ্জ সদর উপজেলায় অস্বচ্ছল লোকদের মাঝে কম্বল বিতরণ শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, ফরহাদ আহমেদ আব্বাস, মোঃ আনু মিয়া, সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়াল তালুকদার প্রমুখ।
প্রধান অতিথি’র বক্তব্যে এমপি আবু জাহির বলেন, আওয়ামী লীগ হচ্ছে সাধারণ মানুষের দল। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার সাধারণ মানুষের সুযোগ-সুবিধাকে প্রাধান্য দিয়েই দেশ পরিচালনা করছে। এই সরকার সব সময় অস্বচ্ছল মানুষদের পাশে থাকে। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা ও জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া করতে উপকারভোগীদের প্রতি আহবান জানান তিনি।