Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ইয়াবাসেবী সজলুর দৌরাত্ম্য

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের ইমামবাড়ি বাজার এলাকায় মাদকসেবী সজলুর দৌরাত্ম্য নিয়ে তোলপাড় চলছে। ক্ষমতার বলয়ে থেকে অবাধেই চালিয়ে যাচ্ছে মাদকের ব্যবসা। অস্ত্র মামলায় দীর্ঘ সাজাভোগের পর নতুন করে গড়ে তোলেছে অপরাধ সাম্রাজ্য। তার ভয়ে কেউ মুখ খোলার সাহস পাচ্ছেনা। ম্যানেজ প্রক্রিয়ায় চলছে তার কার্যক্রম। এনিয়ে এলাকায় বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিপথগামী হচ্ছে এলাকার যুবসমাজ। স্থানীয় সূত্র জানায়, উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ চরগাঁও গ্রামের হিরা মিয়ার পুত্র সজলু মিয়া এলাকায় অবাধেই মাদক সেবন এবং বিক্রির অবাধ বাণিজ্য চালিয়ে যাচ্ছে। তার দুই সহযোগী কাবিল মিয়া ও মোহিত মিয়াকে নিয়ে গড়ে তোলেছে মাদকসহ বিভিন্ন অসামিজক কাজের সিন্ডিকেট। ওই সিন্ডিকেট কর্তৃক পরিচালিত অপকর্ম নিয়ে কেউ মুখ খোলার সাহস নেই। গাঁজা ও ইয়াবা ব্যবসার পাশাপাশি সজলু ও তার সহযোগীদের বিরুদ্ধে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এলাকার ইমামবাড়ি বাজার এলাকায় মাদকের হাট বসালেও রহস্যজনক ভূমিকা পালন করছে প্রশাসন। ওই চক্রের দৌরাত্ম্য অতিষ্ঠ জনপদের লোকজন। উপজেলা শহরের মাদকসেবী চক্রের শেল্টার নিয়ে এলাকায় মাদকের অবাধ বিস্তার ঘটাচ্ছে। দায়িত্বশীল একাধিক সূত্রে প্রকাশ, সন্ধ্যার পরপর সজলুর আস্তানায় বিভিন্ন এলাকা থেকে অপরিচিত লোকজনের জলসা বসে। অনেকটা প্রকাশ্যেই চলে মাদক সেবন ও কেনাকাটার ব্যবসা। ক্রমাগত বিপথগামী হচ্ছে এলাকার যুবসমাজ। মাদকের মরণ চোবল যুবসমাজকে গ্রাস করছে। ফলে সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে। আইনশৃঙ্খলার অবনতি নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা দেখা দিয়েছে। আলোচিত ওই সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।