Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ফিলিপাইনে এশিয়ান ইনস্টিটিউট কর্তৃক কামরুল হাসান তরফদার এ্যাওয়ার্ডে ভুষিত

মাধবপুর প্রতিনিধি ॥ সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় ফিলিপাইন এশিয়ান ইনস্টিটিউট বিশে^র ৭ জন কে এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে একমাত্র বাংলাদেশী হিসাবে এ্যায়ার্ড পেয়েছেন আশা প্রেসিডেন্ট (সিও এবং কো ফাউন্ডার) কামরুল হাসান তরফদার। বৃহস্পতিবার ফিলিপাইনের রাজধানী মিনিলাতে এক বনাঢ্য অনুষ্ঠানে কামরুল হাসান তরফদার কে এ এ্যায়ার্ড দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন এআইএম বিশ^বিদ্যালয়ের ডিন ড. জ্যাকইং কেং, এআইএম চেয়ারম্যান নিকিল কিমত। কামরুল হাসান তরফদার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকার বাসিন্দা। তার বাবা আবু আলী তরফদার মাধবপুর উপজেলার শাহজাহানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। মাতা তেলিয়াপাড়া শাহানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষিকা। এছাড়া মাধবপুর প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি রেজিয়া সুলতানার বড় ভাই। তিনি দীর্ঘদিন যাবত ফিলিপাইনে অবস্থান করছেন।