Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

একুশে ফেব্রুয়ারী উপলক্ষে নজরুল একাডেমীর চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিয়োগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস ও অমর একুশে ফেব্রুয়ারী উদযাপন উপলক্ষে নজরুল একাডেমী হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিয়োগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ পাবলিক লাইব্রেরীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় প্রতিযোগীতায় অংশকারী সেরাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগীতা শেষে নজরুল একাডেমী হবিগঞ্জ জেলা সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক তাহমিনা বেগম গিনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জেলা সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মমরাজের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম (পিপিএম)। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ইকরামুল ওয়াদুদ, দৈনিক খোয়াই’র সম্পাদক শামীম আহছান, রোটারিয়ান ডাঃ জমির আলী, প্রভাষক সায়মা হক, নজরুল একাডেমী সিলেট বিভাগীয় সমন্বয়কারী আব্দুল আউয়াল তালুকদার, বাণিজ্য মন্ত্রনালয়ের প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা আব্দুল হক, মোজাম্মেল হক বাবুল, জেসমিন আরা বেগম, এশিয়ান টিভি হবিগঞ্জ জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী প্রমূখ।
আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্তি পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন-বর্তমানে কথা বলতে গিয়ে অনেকে অর্ধেক বাংলা ও অর্ধেক ইংরেজি ভাষায় কথা বলেন। বাংলা ভাষার সঠিক ব্যবহার হচ্ছে না। তিনি সব ক্ষেত্রে বাংলা ভাষা সঠিক চর্চা করতে হবে। এ ভাষা সঠিক চর্চা হলেই মায়ের ভাষা মর্যাদা ফিরে পাবে। তাই তিনি সর্ব ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহার করার জন্য আহ্বান জানান। শহীদ মিনার ও বঙ্গবন্ধু ছবি আর্ট করে নতুন প্রজন্মের কাছে ফুটিয়ে তুলছেন প্রতিযোগীতায় অংশ গ্রহনকারীরা। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ চিত্রাংকন প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগীতায় ক, খ ও গ বিভাগে অংশ গ্রহনকারীদের সেরা শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিরতণ করা হয়।