Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে শিক্ষকের বাসায় চুরির ঘটনায় আটক ৪ জনকে ৭ দিনের রিমান্ডের আবেদন

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর পৌরসভার শ্যামলী আবাসিক এলাকার শিক্ষক দম্পতির বাসা থেকে লুটে নেয়া কিছু স্বর্ণ উদ্ধার করেছে পুলিশ। চুরির সাথে জড়িত সন্দেহে আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী স্বর্ণ উদ্ধার করা হয়। এদিকে আটক ৪জনকে জিঙ্গাসাবাদের জন্য ৭দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। এরা হচ্ছে-পশ্চিম মাধবপুরের মুতি মিয়া ওরপে কসাই মুতির ছেলে ইজাজুল ইসলাম (২৪), বি.বাড়িয়া জেলার নাসিরনগর থানার কুলিকুন্টা গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে জামাল হোসেন (২৫), বিজয়নগর উপজেলার সাতগাঁও গ্রামের ফায়েজ মিয়ার ছেলে ছুট্টো মিয়া (২৩) ও উপজেলার কাটিয়ারা গ্রামের স্বর্ণ ব্যবসায়ী মনিন্দ্র বণিকের ছেলে তরুন বণিক (৩৫)। গত শনিবার দিনদুপুরে পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাইফুল হক মৃধার বাসার কলাপসিবল গেইট ও দরজার তালা ভেঙ্গে ভেতরে ঢুকে স্টিলের আলমারী থেকে দুর্র্বৃত্তরা ২৪ ভরি স্বর্ণ সহ নগদ টাকা নিয়ে যায়। ওই দিন গভীর রাতে হরিতলা প্রাথমিক বিদ্যালয় মাঠে বসে দুর্র্বৃত্তরা মালামাল ভাগবাটোয়ারা বিষয় নিয়ে চোরদের মধ্যে দ্বন্ধের সৃষ্টি হয়। এ সময় স্থানীয় জনতা বিষয়টি আঁচ করতে পেরে পুলিশকে খবর দেয়। পুলিশ জনতার সহযোগিতায় ঘটনাস্থল থেকে উক্ত ৩ চোরকে আটক করে। থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেদ জানান, আটককৃতদের স্বীকারোক্তি মতে বাজারের অনিল বণিকের দোকানে অভিযান চালিয়ে ৩ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাই স্বর্ণ ক্রেতা অনিল বণিক পালিয়ে গেলেও এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তরুণ বণিককে আটক করা হয়েছে।