Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ পৌরসভায় একুশে বই মেলায় দর্শনার্থীদের ভীড়

নবীগঞ্জ প্রতিনিধি ্॥ মুজিববর্ষ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নবীগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত ৩দিন ব্যাপী অমর একুশে বই মেলার ৩য় দিন গতকাল বুধবার বিকালে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্টিত হয়। নবীগঞ্জ আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পৌরসভার মেয়র আলহাজ¦ ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং মেলা উদযাপন কমিটির আহ্বায়ক প্যানেল মেয়র-১ এটিএম সালামের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য এডঃ সুলতান মাহমুদ, আব্দুল মালিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন, গীতিকবি জাহাঙ্গীর রানা, কাউন্সিলর কবির মিয়া, প্রানেশ দেব, জায়েদ চৌধুরী, জাকির হোসেন, ফারজানা আক্তার পারুল, রোকেয়া বেগম, সৈয়দা নাসিমা বেগম, বড় সাকুয়া প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক রুবেল মিয়া প্রমূখ।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্গন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অনুষ্টানের অতিথিবৃন্দ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়। অনুষ্টানে ক্লোজআপ তারকা শেফালী সারগাম ও স্থানীয় শিল্পীবৃন্দ সংগীত পরিবেশ করেন। ৩ দিন ব্যাপী বই মেলার শেষ দিনে গতকাল দর্শনার্থীদের উপচে পড়া ভীড় ছিল। পরে স্থানীয় কবি, সাহিত্যিক ও দর্শনার্থীদের দাবীর প্রেক্ষিতে বই মেলা বর্ধিত করা হয়েছে। ফলে আজ বৃহস্পতিবার দিন ব্যাপী বই মেলা চলবে।