Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে পূর্ব বিরোধের জের ধরে হামলা ভাংচুর ॥ আহত ১

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে পূর্ব বিরোধের জের হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। হামলায় আহত জুঁই রাণী দেব (২৭)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় ৪নং বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউপি’র সাবেক মেম্বার কানন বালা দেব বাদী হয়ে চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি বিপুল ভূষণ রায় ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণ দেব। উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে ওসি অঞ্জন কুমার সামন্তকে অনুরোধ জানিয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, বিভিন্ন বিষয় নিয়ে বিরোধের জের ধরে গত ২০ ফেব্রুয়ারী রাত সাড়ে ৮টার দিকে প্রতি রায়েরপাড়া গ্রামের কানন বালা দেব’র বাড়ীতে পক্ষের লোকজন হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাড়িতে ভাংচুর করে। হামলায় কানন বালা দেবের পুত্রবধূ জুঁই রাণী দেব আহত হন। এ ঘটনায় পরদিন কানন বালা দেব বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হচ্ছে-যাত্রাপাশা গ্রামের রফিক উল্লার পুত্র আলী মিয়া, একই গ্রামের আব্দুল আজিদ মিয়ার স্ত্রী দোলেনা বেগম, মেয়ে তানিয়া বেগম ও সোহেল মিয়ার স্ত্রী শিউলী বেগম।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফারুক আহমেদ জানান, দায়িত্ব পেয়ে এলাকায় সরেজমিন তদন্ত করেছি। তদন্ত চলছে, অভিযোগ প্রমাণিত হলে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।