Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাই মুক্তিযোদ্ধা সরকারী কলেজ মহান একুশে ফেব্রুয়ারি পালন

প্রেস বিজ্ঞপ্তি ॥ যথাযথ মর্যাদায় একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে লাখাই মুক্তিযোদ্ধা সরকারী কলেজ। এ উপলক্ষ্যে গত ২১ ফেব্রুয়ারি সকাল ১১ টার দিকে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ জাবেদ আলী। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ হাফিজুর রহমান ও গীতা পাঠ করেন সুরঞ্জন চন্দ্র দেব।
সহকারী অধ্যাপক মোঃ কাইয়ূম আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, লাখাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্চিতা কর্মকার। স্বাগত বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মোঃ মুজিবুল হক। বক্তব্য রাখেন, প্রভাষক সৈয়দ আফজাল মিয়া, মোঃ আলী আজম, অজয় চন্দ্র দাস, সেলিম ভূইয়া, শাহ্ মোছাঃ জাসিমা, রাজিব কুমার আচার্য্য, আলাউদ্দিন চৌধুরী, মোঃ নজরুল ইসলাম, তাহমিনা আক্তার রেজা, লাইব্রেরিয়ান কাউছার আহমেদ, হিসাব রক্ষক মোঃ আলমগীর চৌধুরী, কম্পিউটার অপারেটর মোঃ তাফাজ্জুল হক। উপস্থিত ছিলেন, অফিস সহায়ক অঞ্জন, বন্ধন, মাধুরী, সাবিত্রি ও কলেজের ছাত্র-ছাত্রী প্রমূখ। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ জাবেদ আলী বলেন, একুশ আমাদের অহংকার, ২১ই ফেব্রুয়ারি আমাদের হৃদয়ে গাথা। একুশ আমাদের অনেক কিছু দিয়েছে। একুশ আমাদের সকলকে উদ্ধুদ্ধ করে।
তিনি একুশে ফেব্রুয়ারির চেতনায় সকল শিক্ষার্থীদের উদ্ধুদ্ধ হয়ে সকলকে দেশ ও জাতির উন্নয়নে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসাবে অন্তর্ভূক্ত করার দাবী জানান। আলোচনা সভায় সংশ্লিষ্ট সবাইকে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।