Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লন্ডনে দীঘলবাক ইউনিয়ন ডেভেলাপম্যান্ট এসোসিয়েশন ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত

এ রহমান অলি, লন্ডন থেকে ॥ নবীগঞ্জ উপজেলার “দীঘলবাক ইউনিয়ন ডেভেলাপমেন্ট এসোসিয়েশন ইউ.কে লিঃ (ডিইউডিএ) এর সাধারন সভা গত সোমবার ১৭ ফেব্রুয়ারী হোয়াইট চ্যাপেলর সোনারগাঁ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় বিগত বছরের প্রতিবেদন প্রকাশ করেন সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ইব্রাহিম খাঁনের রুহের মাগফিরাত কামনা করা হয়। সকলের মতামতের ভিত্তিতে এনামুল করিম খান সেলিমকে আহ্বায়ক করে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনা করেন ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম। সম্পূর্ন গণতান্ত্রিক উপায়ে সভায় নতুন কমিটি ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার বিশিষ্ট সমাজ সেবক, “গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে” এর সভাপতি ব্যারিষ্টার আতাউর রহমান। নতুন কার্যকরি কমিটির সকল সদস্যবৃন্দঃ সিরাজুল ইসলাম সভাপতি, সিনিয়র সহ-সভাপতি আবু বকর আহমদ, সহ-সভাপতি ফজলুর রহমান, আবু সুফিয়ান আহমেদ, মতিন মিয়া, আবুল বাশার কিবরিয়া, সহিদুর রহমান, আবদুল বাশার জাকারিয়া, তৈমুর খান, শেখ সালেহ আহমেদ (নায়েম), সিতার মিয়া, আব্দুল রউফ, জিলাদ মিয়া, মাহমুদ মিয়া। শেখ সামিম আহমেদ সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান-বার্মিংহাম, কয়েস মিয়া-লিডস, দবির আহমেদ-নিউক্যাসল, আবদুর রব ময়না-হল, সুহেল আহমেদ-ওল্ডাম। কোষাধ্যক্ষ আতিকুর রহমান লিটন, সহ কোষাধ্যক্ষ শেখ শেলু লেলিন, সাংগঠনিক সম্পাদক শাহ আশরাফ আলী, সহ সাংগঠনিক সম্পাদক সালিক মিয়া, সদরুল হুসেন, সাজ্জাদুর রহমান-বার্মিংহাম, মেম্বারশীপ সেক্রেটারী শাহরিয়ার খান, প্রেস এবং প্রকাশনা সেক্রেটারি শেখ আজমল হুসেন ইমরান, সহ প্রেস এবং প্রকাশনা সেক্রেটারি জামাল হুসেন, মুজিবুর রহমান-জিয়াপুর, শিক্ষা এবং সাংস্কৃতিক সেক্রেটারি ব্যারিষ্টার তুহেল খান, সাহেব খান, ক্রীড়া সম্পাদক আঙ্গুর মিয়া, আবদুল জহুর, আইন সম্পাদক ব্যারিষ্টার আবু কিবলা, মহিলা সম্পাদক মিসেস হাসিনা মোমোতাজ, সহ মহিলা সম্পাদক আয়শা সিদ্দিকা, শেখ পারভীন, রোমেনা খাতুন, কার্য নির্বাহী সদস্য মিনহাজ রহমান, এনামুল করিম, সেলিম খান, মনসুর আল-নুমান, মাহমুদ মিয়া, শেখ জুবের সুহেল, রুহেল মিয়া, সামসুল ইসলাম, জাহাঙ্গীর মিয়া, আবদুল হাই, সুনেদ খান, সেতার আলী, আবদুল গাফফার, ফুল মিয়া, আবদুল কবীর, শেখ জোসেদ আলী, ফরহাদ মিয়া, মজলু মিয়া, হুমায়ূন আহমেদ, শেখ ফেরদৌস, ফয়জুল ইসলাম, লেবু মিয়া, মুহিবুর রহমান, জুনেদ আহমেদ, আবুল ফজল, রাহেল খান। আগামী ২০২০-২০২২ সালের জন্য সর্ব সম্মতিতে নতুন কমিটি ঘোষনা করা হয়। পরিশেষে দোয়া ও নৈশ্যভোজের মাধ্যমে সভার পরিসমাপ্তি হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট সমাজসেবক, সংগঠক ফজলুর রহমান ও আতিকুর রহমান লিটন। কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন ক্বারী আঃ সালাম।