Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর দাপ্তরিক কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর হবিগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলীর দাপ্তরিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শহরের তিনকোনা পুকুরপাড় এলাকায় জেলা শিক্ষা অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন শেষে মোনাজাতে অংশ নেন তিনি। পরে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন এমপি আবু জাহির। জানা গেছে, পূর্বে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রম মৌলভীবাজারে পরিচালিত হতো। হবিগঞ্জে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যক্রম চালু হওয়ায় এখানকার শিক্ষা বিভাগের কার্যক্রম তরান্বিত হওয়ার পাশাপাশি ভোগান্তি থেকে মুক্তি পাবেন ঠিকাদারগণ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, হবিগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মর্জিনা খাতুন, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল্লাহ, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খানসহ সরকারি কর্মকর্তা ও ঠিকাদারবৃন্দ।
সুধী সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে এমপি আবু জাহির বলেন, এক সময় অবহেলিত থাকলেও বর্তমানে পার্শ্ববর্তী জেলাগুলোর তুলনায় হবিগঞ্জকে অনেক দূর এগিয়ে নিয়েছি। প্রাকৃতিক সম্পদ, বিদ্যুৎ, শিল্পাঞ্চলসহ বিভিন্ন কারণে হবিগঞ্জ এখন আলোকিত জেলায় পরিণত হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। এ সময় দেশ ও জাতির স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে আরো দায়িত্বশীল হওয়ার আহবান জানান এমপি আবু জাহির।