Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে ইরি বোরো জমি চাষাবাদে প্রতিবন্ধকতার সৃষ্টি ॥ মামলা দায়ের ১৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার আমিরখানী মহল্লায় জোরপূর্বক ২টি সেচ প্রকল্পের যন্ত্রাংশ ছিনিয়ে নিয়ে যাওয়ায় ১৫০ হাল জমি রয়েছে অনাবাদি। যেখান থেকে বছরে প্রায় ২৭ হাজার মন ধান উৎপাদন করেন কৃষকরা। এতে চরম ক্ষতির আশংকা করছেন স্থানীয় কৃষকরা। এ ব্যাপারে আমিরখানী মহল্লার আনোয়ার হোসেনের পুত্র সর্দার আমজাদ হোসেনসহ ১৩ জনের বিরুদ্ধে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কগ-৪ আদালতে মামলা দায়ের করেন একই এলাকার ক্ষতিগ্রন্থ কৃষক মোঃ ফুল মিয়া। মামলাটি প্রাথমিকভাবে প্রমানিত হওয়ায় ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অভিযুক্ত ব্যক্তিরা হলেন, আমিরখানী মহল্লার আমজাদ হোসেন (৫০), সুমন মিয়া (২৩), আব্দুর রহমান (৫৫), আলী হোসেন (৫৮), জলিল মিয়া (৪০), জব্বর মিয়া (৪৫), নুরুল মিয়া (৪০), মোশাররফ হাসান @ ফুজাইল (৫০), আব্দুস সহিদ (৫০), সুলেমান মিয়া (৪০), জুয়েল ঠাকুর (৩০), মুজিবুর লস্কর (৪২), মুতি মিয়া লস্কর (৫৫)। মামলার বিবরণে উল্লেখ করা হয়, বানিয়াচং উপজেলার আমিরখানী মহল্লাস্থ খাগরীবন্দ ও চন্ডিরডর নামক ২টি ইরি বোরো ধানের প্রজেক্ট রয়েছে। এই দুই প্রজেক্টে মোট ১৫০ হাল জমি চাষাবাদ করা হয়। নদী থেকে ৩টি বিদ্যুৎ চালিত মটরে ও ২টি ডিপটিউবওয়েল এবং একটি ডিজেল চালিত মেশিন সহ ৬টি মেশিনের মাধ্যমে পানি সরবরাহ করা হয়। খাগরীবন্দ প্রজেক্ট প্রায় ৪০ বৎসর যাবত চন্ডিরডর প্রজেক্টটি ২০ বৎসর যাবত কৃষকরা এই ভাবে পানি নিয়ে চাষাবাদ করছেন। গত ২ মৌসুমে মামলায় উল্লেখিত আসামী তার সহযোগিদের নিয়ে নিয়ম মতো ও সুষ্ঠভাবে পানি বন্টন করবেন বলে লীজ নেন। লীজ পাওয়ার পর আমজাদ হোসেন গংরা দুই মৌসুমই পানি বন্টন ও কৃষকদের নিকট থেকে ধান সংগ্রহ করতে জোর-জুলুম ও অনিয়মন করেন। এমতাবস্থায় স্থানীয় কৃষকরা আমজাদ হোসেন গংদের পুনরায় মাঠ লীজ দিতে অনিহা প্রকাশ করেন। এই ব্যাপারে গত জানুয়ারী মাসের ১৬ তারিখ পঞ্চায়েত নেতৃবৃন্দ এক বৈঠকে বসেন। বৈঠকে সিদ্ধান্ত হয় আমজাদ হোসেন গংদের আর মাঠ লীজ দেয়া হবে না। এতে আমজাদ হোসেন গংরা চরমভাবে ক্ষেপে উঠে এবং প্রজেক্টের কাজে ব্যবহৃত কয়েক লক্ষ টাকার মূল্যের মূল্যবান যন্ত্রাংশ জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে মামলার বাদী ফুল মিয়া জানান, ওই মাঠে আমার নিজস্ব প্রায় ৫০ কেদার জমি রয়েছে। এই জমি উল্লেখিত আসামীদের কারণে অনাবাদি রয়েছে। তাই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। আমি সুষ্টতদন্তের মাধ্যমে এই ঘটনার বিচার বিচার চাই।