Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে মা সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের নোয়াপাড়া ইউনিয়নে “সন্ত্রাস নারী নির্যাতন রোধ ও আদর্শ সন্তান গঠনে মায়ের ভূমিকা র্শীষক সচেতনামূলক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নেয়াপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বেসরকারি এনজিও সংস্থা আশার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান সৈয়দ জাবেদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মোহাম্মদ নাজিম উদ্দিন, মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন, ট্রাফিক ইন্সেপেক্টর ফারুক আল-মামুন ভূইয়া, আশার ডিভিশনাল ম্যানেজার সাজিদুল ইসলাম চৌধুরী, ডিস্টিক ম্যানেজার কামাল হোসেন, ইউপি সদস্য তপু মিয়া, প্রধান শিক্ষক নুরজাহান বেগম প্রমূখ।
সমাবেশে পুলিশ সুপার মোহাম্মদ উল্লা বলেন-নারীদের সংসারে বিনা যুুদ্ধে জয় লাভ করতে হবে। এক শ্রেণীর মানুষ আছে সারাদিন বাইরে কাজ করে ঘরে এসে স্ত্রীর সঙ্গে প্রভাব বিস্তার করে। এতে সংসারে অশান্তি সৃষ্টি হয়। নারী নির্যাতনের মতো ঘটনা ঘটে। একজন নারী হচ্ছে সন্তানদের শ্রেষ্ট শিক্ষক। মা সচেতন হলে তার ছেলে মেয়েরা ভাল মানুষ হবে, শিক্ষিত হবে। তাই প্রত্যেক মা’র উচিত সন্ধ্যার পর ছেলে মেয়ে যেন বাহিরে না থাকে সে দিকে খেয়াল রাখা। এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধিতে পুলিশ কাজ করছে। তিনি অপরাধ কর্মকান্ডে ছেলে মেয়েদের উসকে না দেওয়ার আহ্বান জানান।