Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে শাজাহান খানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের কার্যকরি সভাপতি, আওয়ামী লীগের প্রসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি’র বিরুদ্ধে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন কর্তৃক দায়েরকৃত ১০০ কোটি টাকার মানহানি মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে হবিগঞ্জের সকল পরিবহন মালিক ও শ্রমিকরা। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাক্রোবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-সভাপতি শাহ হাবিবুর রহমান জিতুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সজিব আলীর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা বাস মালিক সমিতির সভাপতি ফজলুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক শড়খ শুভ্র রায়, কার্যকরি সভাপতি অ্যাডভোকেট শামছু মিয়া, জেলা ট্রাক ও ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াদুল হোসেন, সহ-সভাপতি আব্দাল মিয়া, সাবেক নেতা মিন্টু মিয়া, জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাব উদ্দিন, ম্যাক্সি ইমা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নওশের আলী, হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নুুরুল ইসলাম রাজু, শ্রম কল্যাণ সম্পাদক আব্দুল আ্উয়াল, সদস্য আহম্মেদ চৌধুরী ছায়েদ, মোজাম্মেল হোসেন, আব্দুল আজিজ, মাইক্রোবাস হবিগঞ্জ সদরের সভাপতি আবিদুর রহমান, সদস্য নূরুল আমিন লালন প্রমুখ। সভায় বক্তারা অবিলম্বে শাজাহান খানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহন করবে পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। সভায় সারাদেশে একযোগে ইলিয়াছ কাঞ্চনের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করা হবে বলে জানানো হয়। এছাড়াও প্রতিবাদ সভায় সারাদেশের পরিবহন টার্মিনালগুলোতে ইলিয়াছ কাঞ্চনকে অবাঞ্চিত ঘোষণা করা হয়। প্রতিবাদ সভা শেষে বাস টার্মিনাল থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।