Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পানির অভাবে গুঙ্গিয়াজুরী হাওর বিরান ভূমিতে পরিণত

স্টাফ রিপোর্টার ॥ নিজের অপকর্ম ঢাকতে নতুন নাটক সাজানোর চেষ্টা করছে চতুর জয়নাল আবেদীন ছালেক। নিজে বিদ্যুৎবিল আত্মসাৎ করতে বিদ্যুৎ বিভাগকে দুষারুপ করে অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্থ কৃষকরা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের জয়নাল আবেদীন ছালেক দীর্ঘ ২৯ বছর ধরে গুঙ্গিয়ারজুরি হাওরের সেচ প্রকল্পটি নিজের দখলে রেখেছেন। কিন্তু দীর্ঘদিন ধরে তিনি সেচ প্রকল্পের বিদ্যুৎ বিল পরিশোধ না করায় ১৩ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়ে। একের পর এক নোটিশ দেয়ার পরও তিনি বিদ্যুৎবিল পরিশোধ না করায় সম্প্রতি পিডিবি কর্মকর্তারা বিদ্যুৎ সংযোগ বিচ্চিন্ন করেন। ফলে বিশাল এই হাওরের প্রায় ৩ হাজার বিঘা জমি আনাবাদি পড়ে রয়েছে। পানির অভাবে নিজেদের জমি চাষ করতে না পারায় রামপুর, গোবিন্দপুর, আওরা মজলিসপুর, লামাপইলসহ আশপাশের সাত গ্রামের হাজারো কৃষকের মাথায় হাত পড়েছে। জমি চাষ করতে না পারায় সারা বছরের খাবার ও ছেলে-মেয়েদের লেখাপড়া চালানো নিয়ে শঙ্কা দেখা দেয়। বিভিন্ন দপ্তরের দৌড়ঝাপের পর সেখানেও ব্যর্থ হয়ে অবশেষে বিদ্যুৎ বিভাগকে দুষারোপ করে নাটক সাজানোর চেষ্টা করছেন তিনি। বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি প্রতিবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে নিজের অপকর্ম বিদ্যুৎ বিভাগের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা চালিয়েছেন। ক্ষতিগ্রস্থ কৃষকরা বলেন, আমরা প্রতি বছর তাকে অতিরিক্ত চার্জ পরিশোধ করে আসছি। অথচ তিনি আমাদের টাকা থেকে বিদ্যুৎ বিল না দিয়ে সরকারি টাকা আত্মসাৎ করার জন্য আমাদের জমি এবং জীবিকার অপুরনিয় ক্ষতি করেছেন। বিষয়টি সুরাহ না হওয়ায় তার বিরুদ্ধে মামলা প্রস্তুতি নিচ্ছেন ক্ষতিগ্রস্থ কৃষকরা।