Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিথঙ্গল জেডিসি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বেচ্ছারিতার অভিযোগ

ষ্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার বিথঙ্গল জেডিসি উচ্চ বিদ্যালয়ে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন পালন করা হয়নি বলে অভিযোগ উঠেছে। বানিয়াচং উপজেলার বিথঙ্গল ১০৭নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ খলিলুর রহমান খাঁনসহ এলাকার ১০৭ জন স্বাক্ষরিত অভিযোগপত্র জেলা প্রশাসকের নিকট জমা দেয়া হয়েছে। অভিযোগে বলা হয়, সরকারী নির্দেশনা থাকা সত্বেও প্রধান শিক্ষক অশুক কুমার চক্রবর্তী বিথঙ্গল জেডিসি উচ্চ বিদ্যালয়ে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশুক কুমার চক্রবর্তী ওই জাতীয় দিবসগুলেতে কোন ধরনের কর্মসুচি গ্রহণ করেননি। অনেকে এসব কর্মসুচি পালন করার জন্য প্রধান শিক্ষককে বললে তিনি এতে কোন ধরনের কর্নপাত করেন নি। এছাড়া প্রধান শিক্ষক বিদ্যালয়ে নিয়মিত আসেননি। তিনি সপ্তাহে ২/৩ বিদ্যালয়ে আসেন। কেউ এর প্রতিবাদ করার সাহস নেই। তিনি এলাকার চিহ্নিত সন্ত্রাসী-লাঠিয়ালদের নিয়ে স্কুল চলাকালীন সময়ে আড্ডায় মত্ত থাকেন। এতে বিদ্যালয়ে লেখাপড়ার মান ক্রমেই নীচের দিকে যাচ্ছে।
বিথঙ্গল জেডিসি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক অশুক কুমার চক্রবর্তীর বিরুদ্ধে এর আগে বানিয়াচং থানায় একটি জিডি করা হয়। মোঃ খলিলুর রহমান খান গত ২৯ জানুয়ারী জিডিটি দায়ের করেন। জিডিতে প্রধান শিক্ষক অশুক কুমার চক্রবর্তীর বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বেচ্ছারিতার অভিযোগ উল্লেখ করেন। অভিযোগ কপি সিলেট শিক্ষা বোর্ডেও প্রদান করা হয়।