Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

খালেদা জিয়ার মুক্তির দাবীতে বৃটিশ পার্লামেন্টের সামনে মানববন্ধন

লন্ডন প্রতিনিধি ॥ বাংলাদেশের সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন, কারাবন্ধি বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর উপর মিথ্যা ও সাজানো মামলার প্রতিবাদে যুক্তরাজ্য যুবদলের উদ্যোগে গত ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার ব্রিটিশ পার্লমেটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।
যুক্তরাজ্য যুবদল ও এর প্রত্যেকটি জোনালের প্রায় অর্ধ সহস্রাধিক নেতাকর্মীর দীর্ঘ লাইন বেষ্টিত প্রায় ২ঘন্টা ব্যাপী মানববন্ধন পরবর্তীতে যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেনের পরিচালনা বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, মুজিবুর রহমান মুজিব, আলহাজ তৈমুছ আলী, গোলাম রব্বানী সুহেল, যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি নাছিম আহমদ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, খসরুজ্জামান খসরু, সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আহমদ, যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি আব্দুস হক রাজ, বাকী বিল্লাহ জালাল, যুক্তরাজ্য যুবদল নেতা কাজী তাজ উদ্দিন আহমদ (আকমাল), মাহমুদুর রহমান, মোঃ সাইফুর রহমান জুয়েল, সোহেল আহমদ, নিয়ামুল হক শামীম, তানভীর চৌধুরী সুমন, শেখ কবীর হোসেন, নুরুজ্জামান ফয়েজ, নাজমুল হক তুষার, আনিসুর রহমান তালুকদার, তোফায়েল আহমদ প্রমুখ।
সহ যুক্তরাজ্য বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, জাসাস ও শ্রমিক দল এবং যুক্তরাজ্য যুবদলের বিভিন্ন জোনালের অসংখ্য নেতাকর্মী।
সর্বশেষে লন্ডনের ওয়েস্ট মিনিস্টারস্থ ব্রিটিশ পার্লমেন্টের সম্মুখ থেকে যুক্তরাজ্য যুবদলের নেতৃত্বে উপস্থিত সকল নেতৃবৃন্দ দীর্ঘ লং মার্চ করে কমলওয়েল্থ অফিসের সামনে গিয়ে বাংলাদেশ থেকে আগত প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার অবস্থানরত অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।