Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জে রেলের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় আজ থেকে রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা বাড়িঘর দোকানপাট উচ্ছেদ অভিযান শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার মাইকিং করে রেল কর্তৃপক্ষ বিষয়টি অবহিত করে। এর প্রেক্ষিতে রেলওয়ে কলোনীসহ আশপাশের জায়গায় বসবাসকারী মানুষেরা মালামাল সরিয়ে নিয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় স্বস্তি প্রকাশের পাশাপাশি রেলওয়ে কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল। আবার অনেক ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনেকে সল্প মুল্যে মালামাল বিক্রি করে দোকান খালি করে দিচ্ছে। বাড়িঘরসহ মোট ৫০০টি দোকানপাট উচ্ছেদ করা হবে। কমদামে মালামাল কিনতে ক্রেতাদের উপচে পড়া ভীড় লক্ষ করা যায়। অনেকেই বিভিন্ন স্থানে বাসা খোঁজা শুরু করেছেন। জানা যায়, রেল মন্ত্রণালয়ের নির্দেশে আজ ও ১৩ ফেব্রুয়ারী রেলের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এর আগে স্ব-স্ব উদ্যোগে সরে না যাওয়া হয় তাহলে নিয়মানুযায়ী অবৈধ স্থাপনা হিসেবে গণ্য করে উচ্ছেদ কার্যকম চালানো হবে। রেলওয়ে মার্কেটের অনেক ব্যবসায়ীরা কান্নায় ভেঙ্গে পড়েন। তারা জানান, দোকানই তাদের একমাত্র ভরসা। স্বল্প সময়ের নোটিশে যদি তাদের উচ্ছেদ করা হয় তারা পরিবার নিয়ে কোথায় যাবেন সে চিন্তায় এখন দিশেহারা।