Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইয়ে সরিষার বাম্পার ফলনের আশা করছে কৃষকরা

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় এবার সব জাতের সরিষার বাম্পার ফলন হবে বলে আশা বাদী কৃষকরা। সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে ফসলের মাঠ। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে এ উপজেলায় সরিষার উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কৃষি বিভাগ ও কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত বছর এ উপজেলায় ৭৫০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছিল। এবার তা বেড়ে চলতি মৌসুমে উপজেলায় ১১শ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। যা গত বছরের চেয়ে এবার ৩৫০শ হেক্টর জমিতে সরিষা আবাদ বেশি হয়। মোট আবাদকৃত জমিতে বারি-১৪, ১৫ ও বারি-১৭ জাতের সরিষা চাষ করা হয়েছে। ধান বা অন্য ফসলের তুলনায় সরিষা আবাদ লাভজনক হওয়ায় কৃষকরা দিনদিন এ চাষে ঝুঁকছে। অপরদিকে স্থানীয় কৃষি বিভাগ সরিষা চাষে কৃষকদেরকে উৎসাহিত করার নানাভাবে প্রণোদনা দিয়েছেন। ২৫ জন কৃষককে প্রদর্শনী চাষের জন্য প্রতি বিঘার জন্য বীজ ও সার এছাড়া আরো ৬শ কৃষককে প্রনোদণা হিসাবে ১ কেজি করে বীজ প্রদান করা হয়েছে। উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের মৌবাড়ী গ্রামের কৃষক শের আলী জানান, তিনি এবার ১২ বিঘা জমিতে বারি-১৪, ১৫ ও ১৭ জাতের সরিষার চাষ করেছেন। প্রচুর ফুল ফুটেছিল এবং তা থেকে পরিপূর্ণ ছেঁইও ধরেছে। এ সময় আবহাওয়া অনুকূলেও ছিল। তিনি মনে করেন ফলন খুব ভাল হবে। সিংহগ্রামের সরিষা চাষি নজরুল ইসলাম জানান, এবার আশা করছি সরিষার বাম্পার ফলন হবে। বীজ বপনের ২ মাসের মধ্যেই সরিষা ঘরে উঠে আসে। সরিষা উঠিয়ে বোরো চাষ করতে কোনো সমস্যা হয় না এবং বোরো ধানের ফলনেও কোনো প্রভাব পড়ে না। তার মতে সরিষার আবাদ করা মানেই অতিরিক্ত লাভের মুখ দেখা। উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব বলেন, জমির অবস্থানুযায়ী কৃষকদের সঠিকমাত্রায় সার ও কীটনাশক দেয়ার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়াও সরিষা আবাদে কৃষকদের উৎসাহিত করতে ২৫ জন কৃষককে বিনামূল্যে সার ও বীজ এবং ৬শ কৃষককে ১কেজি করে বীজ দেয়া হয়েছে। তবে এবার সরিষার বাম্পার ফলন হবে বলে জানান তিনি।