Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে পুকুরের বিষ প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ নিধন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের ছোট শাকুয়া গ্রামের মৃত ফিরোজ মিয়া পুত্র টিটু মিয়ার লীজকৃত পুকুরের একদল দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ নিধন করে ক্ষতি সাধন করছেন। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার ভোর রাতে। এ ঘটনায় টিটু মিয়া বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, টিটু মিয়া ছোট শাকুয়া গ্রামের কওমী মাদ্রাসার ফিশারী পুকুর লীজ নিয়ে মাছ চাষ করছেন। পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের নুরুল ইসলামের পুত্র কাশেম মিয়া, মৃত আতর আলীর পুত্র সুনুক মিয়া,ও সরুজ্জামানের পুত্র বাচ্চু মিয়া গংদের সাথে আমার পূর্ব বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এরই প্রেক্ষিতে উল্লেখিত ব্যাক্তিরা তার পরিবারের সদস্য ক্ষতি সাধনের চেষ্টায় লিপ্ত রয়েছে। টিটু মিয়া তার লিখিত অভিযোগে বলেছেন তিনি ছোট শাকুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরীর কাজ করেন। স্কুল ও তার লীজকৃত ফিশারীজ খুব কাছাকাছি থাকার সুবাধে তিনি তার ফিশারীর পুকুর পাড়ে উল্লেখিত ব্যাক্তি গংরা ছাড়াও বেশ কয়েকজনকে দেখতে পেয়ে টচ লাইড মারলে তারা বিষের বোতল পুকুরে ফেলে চলে যান। এসময় সে তাদের পরিচয় জানতে এগিয়ে গেলে তারা পালিয়ে যায়। এসময় তার সুর চিৎকারে লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরাসহ সবাই পালিয়ে যান। দুর্বৃত্তরা
দেয়া বিষে তার ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেছেন।