Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য পরিদর্শক এসোসিয়েশনের উদ্যোগে সভা অনুষ্টিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য পরিদর্শক এসোসিয়েশনের কেন্দ্রীয় দাবী আদায়ের লক্ষ্যে গতকাল শনিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন ও স্বাস্থ্য পরিদর্শক এসোসিয়েশনের যৌথ উদ্যোগে এক সভা অনুষ্টিত হয়। স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ফয়সল আহমদের সভাপতিত্বে এবং স্বাস্থ্য সহকারী পরিমল মালাকারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সভাপতি ছাদ্দক মিয়া, সাধারণ সম্পাদক রুহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক দিপংকর ভট্টাচার্য্য, জগদীশ চন্দ্র দাশ, সজল চক্রবর্ত্তী, সুমি রানী পাল, শিরীনা পারভীন, কাজী মত্তকির, হারুনুর রশিদ, মাধুরী রানী গুন, কামরান হামিদ, তপন কান্তি দাশ, ব্রজেন্দ্র দেবনাথ, তারেকুল ইসলাম প্রমূখ। সভায় নেতৃবৃন্দ স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য পরিদর্শকদের টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, ১৪তম গ্রেডে বেতন আপ গ্রেডেশনসহ ইনসার্ভিস ট্রেনিং শেষে ১১তম গ্রেডে বেতন উন্নীতকরন, আগামী ২০ ফেব্রুয়ারী তারিখের মধ্যে দাবী আদায় না হলে হাম ক্যাম্পেইনের রেজিষ্টেশন ও ট্রেনিং বর্জন এবং আগামী ২২ ফেব্রুয়ারী হতে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধ করার ঘোষনা দেন এবং সকল দাবী দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোরালো আবেদন জানান।