Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আগষ্ট মাসের মধ্যেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন ॥ শ্রমিক নেতৃবৃন্দের সাথে মন্ত্রীর বৈঠকের পর সমঝোতা

স্টাফ রিপোর্টার ॥ আগামী আগষ্ট মাসের মধ্যেই চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন হবে। আর এ ঘোষনার মধ্য দিয়ে চা শ্রমিকদের বিভিন্ন দিনের দাবি বাস্তবায়িত হলো। এতে করে চা শ্রমিকদের ধর্মঘট, অবরোধ, মিছিল-সমাবেশ কর্মসূচী আপাতত স্থগিত ঘোষনা করা হলো। গতকাল শনিবার বিকেলে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ে সচিব মিকাইল শিপার। সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, চা শ্রমিক ইউনিয়নর নির্বাচন শিগগিরই অনুষ্ঠিত হবে। তাছাড়া শ্রমিকদের নিরাপদ বাসস্থান সহ অন্যান্য দাবি নিয়ে বাগান মালিকদের সাথে আলোচনা করে সমস্য সমাধান করা হবে। সভায় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মাখন লাল কর্মকার, সাধারণ সম্পাদক রাম ভোজক কৈরী, চা শ্রমিক জনগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সভাপতি মনিশংকর কর্মকার, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা স্বপন সাওতলা, কাঞ্চন পাত্র বক্তব্য রাখেন। উল্লেখ্য চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মজুরীবৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চা শ্রমিকরা ধর্মঘটসহ নানা কর্মসূচী পালন করে আসছে।