Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজকের শিক্ষার্থীরাই এদেশের ভবিষ্যত কর্ণধার-অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

প্রেস বিজ্ঞপ্তি ॥ অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান বলেছেন-বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে এদেশে নজিরবিহীন পরিবর্তন এনেছে। স্কুল, কলেজ ও মাদ্রাসাকে আধুনিক শিক্ষায় উন্নীত করে ও অনেক বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারীকরণ সহ সফল ভূমিকা পালন করছে। অনেকেই বলছেন, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানকে নাকি এ সরকার গুরুত্ব দেয়না। তা সম্পূর্ণ ডাহা মিথ্যা, এ সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এক দৃষ্টিতে দেখে। গতকাল শনিবার বেলা ২টায় নবীগঞ্জের সীমান্তবর্তী জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ইনাতগঞ্জ-জগন্নাথপুর সড়কের আলীপুর পয়েন্টে হযরত মা ফাতেমা (রা.) দাখিল মাদ্রাসায় পরিদর্শনকালে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। শুরুতেই মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল আজিজ শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে অভ্যর্থনা ও ক্রেস্ট প্রদান করেন মন্ত্রীকে। সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদরাসা ম্যানেজিং কমিটির সহ-সভাপতি নুরুল হক, জগন্নাথপুর উপজেলা যুবলীগ নেতা ও মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল বারিক এর পরিচালায় এ সময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান-আকমল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার-হুমায়ূন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান-মুক্তাদির আহমেদ মুক্তা, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ছিদ্দেক আহমদ, উপজেলা এল.জি.ই.ডি প্রকৌশলী-পি.কে চৌধুরী, মাদ্রাসা ম্যানেজিং কমিটির প্রধান উপদেষ্টা- শাহ ছাদিকুর রহমান বিলপাড়ী, কোষাধ্যক্ষ নাজমুল হক আকাশ, সদস্য-মজুমদার মেম্বার, আইয়ূব খান, ফিরুজ খান, শিক্ষানুরাগী- খালেদ আহমদ, সহকারী শিক্ষক নাজমুল হোসেন, জুবায়ের আহমদ, মাওলানা রুকন উদ্দিন, মাওলানা আনছার উদ্দিন, সহকারী শিক্ষিকা শামিমা বেগম, মোছাঃ শিবলী বেগম, জেরিন বেগম, জেপি বেগম সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরিদর্শনকালে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের সাথে ফটো সেশন ও কুশল বিনিময় করেন। উল্লেখ্য হযরত মা ফাতেমা (রা.) দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক শাহীন আহমদ চৌধুরী। এর পর থেকে সুনামের সাথে এই শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম চলছে। পরিদর্শন পূর্বে ইনাতগঞ্জ-হরিকান্দি ভায়া গোপালগঞ্জ সড়ক উন্নয় কাজের শুভ উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী।