Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জের ॥ সংঘর্ষে মহিলাসহ আহত ১৫

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বাড়ির রাস্তার নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের বৃদ্ধাসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত, বাড়িঘর ভাংচুর এবং বিভিন্ন প্রজাতির গাছগাছালি কর্তন করার অভিযোগ উঠেছে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন সচেতন মহল। সুত্রে জানা গেছে, উপজেলার দীঘলবাক ইউনিয়নের বাদেরায়ঘর গ্রামের মৃত জহুর আলীর পুত্র মোস্তফা মিয়ার বাড়ীর চলাচলের একমাত্র রাস্তা নিয়ে একই গ্রামের মৃত কনা মিয়ার পুত্র সওদাগর মিয়া গংদের সাথে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় সওদাগর মিয়ার লোকজন একজোট হয়ে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বিরোধপূর্ণ রাস্তাটি তাদের দখলে নিতে গেলে উভয় পক্ষের লোকজনের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের ১৫ জন লোক আহত হন। গুরুতর আহত ওই গ্রামের মৃত জহুর আলীর স্ত্রী মোছাঃ লিপি বেগম (৮৫), মৃত বশির মিয়ার স্ত্রী মোছাঃ জাহানারা বেগম (৩৫), আরফিক মিয়ার পুত্র মোঃ ছায়েদুল মিয়া (২৮), আরফিক মিয়ার স্ত্রী মোছাঃ হোসনা বেগম (৫০), মৃত সমশর উল্লার পুত্র আনছার মিয়া (৫৫), আনছার মিয়ার পুত্র মোঃ রনি মিয়া (১৫), মোঃ কিবরিয়া মিয়া (২২) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তাদের মধ্যে আশংকাজনক অবস্থায় লিপি আক্তার (৮৫) কে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ উঠেছে মোস্তফা মিয়ার পক্ষের লোকজনদের রোপনকৃত বিভিন্ন প্রজাতির গাছ কর্তন ও কয়েকটি বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে।