Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ॥ আওয়ামীলীগের দর্শন হচ্ছে অবহেলিত সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির উন্নয়ন করা

মাধবপুর প্রতিনিধি ॥ বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডঃ মোঃ মাহবুব আলী বলেন, পর্যটন শিল্পের আয় দিয়ে একটি দেশ অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে পারে। বিমান নিয়ে পরামর্শক নিয়োগ করা হয়েছে। আগামী ১৫ মাসের মধ্যে পরামর্শক তাদের প্রতিবেদন পেশ করবেন। প্রতিবেদন অনুয়ায়ী মাস্টার প্লান করে দেশের পর্যটন শিল্পের বিকাশ ঘটানো হবে। যাতে পর্যটন খাত থেকে বৈদেশিক অর্থ উপার্জন করা যায়। গতকাল শুক্রবার সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৫টি চা বাগানের ৩ হাজার ৭শ ৪৯জন শ্রমিকদের মাঝে ১ কোটি ২৭ লাখ টাকার চেক বিতরন উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা গুলো বলেন। তিনি বলেন আওয়ামীলীগের দর্শন হচ্ছে অবহেলিত ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির উন্নয়ন করা। মুক্তিযোদ্ধে চা শ্রমিকরাও অকাতরে রক্ত দিয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্ঠনির জন্য সরকার ৭৫ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। উপজেলা পরিষদের হল রুমে নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারানের সভাপতিত্বে বিতরন সভায় অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, উপজেলা আওয়ামীগ সভাপতি শাহ মোঃ মুসলিম, সাবেক সাধারণ সম্পাদক সুকোমল রায়, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সুলায়মান মুজুমদার, শ্রমিক নেতা রবিন্দ্র গৌড়, প্রদীপ গৌড় প্রমূখ।