Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাদক ছেড়ে সৃজনশীল কাজ করতে হবে-পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ

মাধবপুর প্রতিনিধি ॥ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ বলেছেন, মাদক একটি পরিবার সমাজ, দেশ, রাষ্ট্রের জন্য ক্ষতিকর। একটি পরিবারে একজন মাদকসেবী থাকলে পুরো পরিবারের জন্য যন্ত্রনা বয়ে আনে। কোন ছাত্র/ছাত্রী এখন মাদক গ্রহন করলে সে সরকারি চাকরীতে প্রবেশ করতে পারবেনা। পরীক্ষায় কারো শরীরে মাদকের উপাদান পাওয়া গেলে তাকেও পুলিশ বিভাগ থেকে চাকরিচ্যুত করা হচ্ছে। মঙ্গলবার বিকেলে তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিক ও ছাত্র ছাত্রীদের মধ্যে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরনকালে চা শ্রমিকদের উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বলেন, এখন লেখাপড়া করে অনেক চা শ্রমিক সন্তান সরকারি চাকরিতে প্রবেশ করতে পারছে। তাই মাদক ছেড়ে চা শ্রমিক সন্তাদের লেখাপড়া করানোর প্রতি জোর দেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ি দেওয়ান আব্দুল মোতালেব মতিন, মাধবপুর থানার ওসি মোঃ ইকবাল হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক আইয়ূব খান, ইউপি সদস্য সাইমুন মরমু প্রমুখ।