Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নিষেধাজ্ঞা অমান্য করে চলছে যন্ত্রদানব ট্রাক্টর ॥ প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে নিষেধ অমান্য করে দানব রুপী ট্রাক্টর বিকট শব্দে দ্রুতগতিতে চলাচল করছে। এতে প্রতিদিনই কোন না কোন স্থানে দুর্ঘটনা ঘটছে। এই দুর্ঘটনার হাত থেকে স্কুল কলেজের শিক্ষার্থীরাও রেহাই পাচ্ছে না। আইন শৃংখলা কমিটির সভায় সিদ্ধান্ত হয় শহরের ভিতরে কোন ট্রাক্টর চলাচল করতে পারবে না। কিন্তু এই আদেশ উপেক্ষা করে অসাধু ট্রাফিক পুলিশকে ম্যানেজ করে এসব ট্রাক্টর চলাচল করছে। যদিও লোক দেখানো মাত্র দুই একটি ট্রাক্টর পুলিশ আটক করে কিন্তু দুই এক দিন আটক রেখে আবার রহস্যজনক কারণে তারা এসব ছেড়ে দেয়। শুধু দুর্ঘটনাই নয়, শহরের প্রধান সড়কের বিভিন্ন রাস্তা মাটির বোঝাই ট্রাক্টরের চলাচলে ভেঙ্গে খানাখন্দে পরিণত হয়েছে। আবার ধুলাবালিতে এলাকার পরিবেশও নষ্টসহ বিভিন্ন রোগবালাই দেখা দিচ্ছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার নিয়াজ মিয়ার পুত্র রফিক মিয়া তার কন্যা বিকেজেসি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তার (১১) কে নিয়ে মোটর সাইকেল যোগে স্কুলের যাওয়ার পথে প্রেসক্লাবের সামনে দ্রুতগামী একটি ট্রাক্টর মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল ধুমড়ে মুড়চে যায়। গুরুতর আহত অবস্থায় সাদিয়া ও তার পিতা রফিক মিয়া (৪০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরপরই ট্রাক্টর রেখে চালক পালিয়ে যায়। পরে স্কুলের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ট্রাক্টরটি থানায় নিয়ে যায় এবং পরিস্থিতি শান্ত করে। সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, ট্রাক্টরটি থানায় আটক রয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।