Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে ইসলামী ছাত্রসেনার ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি ॥ গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও অহিংস আদর্শিক সংগ্রাম বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি সম্পন্ন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হবিগঞ্জ জেলা শাখা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছাত্রসেনার জেলা সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ নূরুদ্দীন ইবনে মালেকের সভাপতিতে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ ইদ্রিস আলীর উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট’র সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সচিব আল্লামা অধ্যক্ষ সোলায়মান খান রাব্বানী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ গোলাম সরোয়ারে আলম, বাংলাদেশ ইসলামী যুবসেনা হবিগঞ্জ জেলা শাখার সভাপতি যুবনেতা মুহাম্মদ হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি যুবনেতা মাওলানা এম. এ কাদির। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ শাহ আলম। আলোচনা সভায় বক্তারা বলেন, ছাত্র রাজনীতির মূল লক্ষ্য হতে হবে ছাত্র সমাজের স্বার্থে নানা পদক্ষেপ নেয়ার মাধ্যমে অনুকুল ইতিবাচক ছাত্র রাজনীতিতে শামিল হওয়া। যা বিদ্যমান ছাত্র রাজনীতিতে দেখা যায় না। আর এক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। চার দশক ধরে ছাত্রসেনা আদর্শিক পথে ছাত্র সমাজকে আদর্শিকভাবে উজ্জ্বীবিত ও উদ্দীপ্ত করে আসছে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হবিগঞ্জ জেলা শাখার সাবেক সহ-সভাপতি মাওলানা কে.এম ফরাস উদ্দীন ও সিনিয়র সহ সভাপতি সৈয়দ মুহাম্মদ আলী।