Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ঢাকাস্থ আজমিরীগঞ্জ এসোসিয়েশনের বিনামূল্যে চোখের ছানি অপারেশন কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ দৃষ্টির জন্য একতা স্লোগানকে সামনে রেখে ঢাকাস্থ আজমিরীগঞ্জ এসোসিয়েশনের উদ্যোগে ও ডাচ বাংলা ব্যাংকের অর্থায়নে গ্রামীন জনপদের অস্বচ্ছল মানুষের জন্য বিনামূল্যে চোখের ছানি অপারেশন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে আজমিরীগঞ্জ রামকৃষ্ণ মিশনে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান। দৃষ্টি উন্নয়ন সংস্থার সভাপতি গোলাম ওয়াদুদ চৌধুরী’র সভাপতিত্বে এবং ঢাকাস্থ আজমিরীগঞ্জ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান চৌধুরীর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি মোতাব্বির হোসেন চৌধুরী, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিজবাহ উদ্দিন ভূইয়া, ঢাকাস্থ হবিগঞ্জ এসোসিয়েশনের সভাপতি অশোক কুমার মাধব, দৃষ্টি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা লায়ন ডাক্তার শাহীন রেজা চৌধুরী, হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, জেলা পরিষদের সদস্য নজমুল হাসান প্রমূখ। অনুষ্ঠান শেষে দৃষ্টি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা লায়ন ডাক্তার শাহীন রেজা চৌধুরীর নেতৃত্বে ১০ জন ডাক্তার ১ হাজার ৬শ চক্ষুরোগীকে দেখেন। এর মধ্যে ১ হাজার ৪শ জনকে ব্যবস্থাপত্র প্রদান করেন এবং ২শ জনকে ছানি অপারেশনের জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। তাদের ঢাকার আগাঁরগাও লায়ন্স চক্ষু হাসপাতাল, দৃষ্টি চক্ষু হাসপাতাল ও মোহাম্মদপুরের চাঁদউদ্যান চক্ষু হাসপাতালে ছানি অপারেশন করা হবে। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিল দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকা।