Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ক্যান্সার বিষয়ক সচেতনতা সভায় ডাঃ মুশফিক আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে হবিগঞ্জের মানুষ ক্যান্সারের চিকিৎসা নিতে পারবে

স্টাফ রিপোর্টার ॥ গতকাল শুক্রবার সকাল ১১ টায় জেলা পরিষদ হল রুমে ক্যান্সার সচেতনতা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর পূর্বে ১০ টার দিকে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রটি জেলা পরিষদ প্রাঙ্গন থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে জেলা পরিষদের প্রধান নির্বাহী আফতাব আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও প্রধান ডাঃ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, হবিগঞ্জ সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন ভূইয়া ও ঢাকা এডিনবার্গ ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ রোকেয়া খাতুন রুমি, হবিগঞ্জ জেলা চেয়ামর‌্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ডাঃ সরওয়ার আলমসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তেব্য ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, ঢাকা থেকে আগত সকল ডাক্তার ও কর্মকর্তাকে অভিনন্দন জানিয়ে বলেন, হাটি হাটি পা পা করে হবিগঞ্জে ডায়বেটিস হাসপাতাল প্রতিষ্টিত করেছি। তিনি বলেন, দেশের ১৬ কোটি মানুষ যে ভাবে ডায়বেটিস এর চিকিৎসা পাচ্ছেন সে ভাবেই হবিগঞ্জ জেলার মানুষ আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে ক্যান্সার বিষয়ক চিকিৎসা সেবা নিতে পারবে।