Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

১০ মিনিটের বৃষ্টিতে বানিয়াচংয়ের রাস্তা-ঘাট পানিতে একাকার

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ভূমি খেকোদের খাল-নালা দখল করে ভরাট ও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সড়ক পথ এমনকি বাজারের অলিগলি জলমগ্ন হয়ে পড়ে ছ। এতে জন দূর্ভোগ চরম আকার ধারণ করছে। গত অর্ধযুগ ধরে বানিয়াচংয়ে গড়ের খাল ও সুনারু খাল দখলের রীতিমতো প্রতিযোগিতা চলছে। ইতিমধ্যে প্রায় ৬০ ভাগ ভূমিখেকোরা গ্রাস করে ফেলেছে। ফলে বিশাল বানিয়াচং গ্রামের পানি নিষ্কাশনের পথ রুদ্ধ হয়ে পড়ছে। সামান্য বৃষ্টিপাত হলেই অনেক রাস্তা জলমগ্ন হয়ে যানবাহন ও জন চলাচল বন্ধ হয়ে যায়। বানিয়াচং সদরের নতুন বাজার, হাসপাতাল সড়ক, বড়বাজার, জনাব আলী কলেজ সড়ক, আদর্শ বাজার সড়ক, বড় বাজারের সাবরেজিষ্টার অফিস রোড, দারুল কোরআন মাদ্রাসা রোড এবং দোকানটুলা রোডে জলমগ্ন হয়ে পড়ছে। ফলে জনদূর্ভোগ বেড়েই চলেছে। এই জলমগ্নতার কারণে পাঁকা রাস্তাগুলো দ্রুত নষ্ট হয়ে খানা খন্দকের সৃষ্টি হচ্ছে। এলজিইডি প্রতি বছরই সড়কগুলোতে সংস্কারের কাজ করছে। এতে কাজের কাজ কিছুই হচ্ছে না। শুধু শুধু সরকারের বিপূল পরিমান অর্থ গচ্ছা যাচেছ। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে না তোলে এলজিইডি এসব বিচ্ছিন্ন কাজে অনেকেই প্রশ্ন তোলছেন। পৃথিবীর বৃহত্তম গ্রাম বানিয়াচঙ্গের খাল-বিল গুলো এক শ্রেণীর ভূমি খেকোদের দখলে চলে গেছে। এ গুলো ভরাট হওয়ার ফলে সামান্য বৃষ্টিতেই ঐতিহ্যবাহী গ্রামের বিভিন্ন জনপদে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। চরম দূর্ভোগ পোহাচেছ এখানকার জনসাধারণ। প্রভাবশালীদের কবল থেকে খাল গুলো পূনরুদ্ধার করতে না পারলে বানিয়াচঙ্গের প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হয়ে যাবে। দ্রুত জনস্বার্থে এ বিষয়ে ব্যবস্থা নিতে সংশিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানিয়েছেন বানিয়াচংবাসী।