Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জে ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ব্রীজ কোন কাজে আসছে না

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ সদর ইউনিয়নে ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ব্রীজের দু’পাশের এ্যাপ্রোচের ভিতরে মাটি ভরাট না করায় অদ্যাবধি এটি কোন কাজে আসছে না। এ ছাড়া ব্রীজ নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে। কোন জবাবদিহিতা না থাকায় নিজেদের খেয়ালমত কাজ করছে সংশ্লিষ্টরা অভিমত স্থানীয়দের। জানা যায়, আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের বিরাট উজানপাড়া গ্রামে বিরাট সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। আশপাশের গ্রাম তথা সংলগ্ন এলাকার উপর দিয়ে নির্মাণকৃত বানিয়াচং-আজমিরীগঞ্জ অর্থাৎ শরীফ উদ্দিন সড়ক থেকে বিশেষ করে বর্ষা মৌসুমে কোমলমতি ছাত্র-ছাত্রী, শিক্ষক সহ সাধারণ লোকজনের উক্ত বিদ্যালয় ও সংলগ্ন গ্রামে পৌঁছতে সমূহ অসুবিধার সম্মূখীন হতে হয়। এ প্রেক্ষিতে ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার সাধারণ জনগণের মধ্য থেকে শরীফ উদ্দিন সড়ক হইতে রাস্তা সহ ব্রীজ নির্মাণের দাবি জোড়ালো উঠে। এরই ধারাবাহিকতায় বিগত ২০১৬-১৭ অর্থবছরে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু কালভার্ট নির্মাণ প্রকল্প ওই এলাকায় একটি ব্রীজ নির্মাণের উদ্যোগ নেয়। প্রকল্পের নাম ছিল, শরীফ উদ্দিন রোড হতে বিরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার রাস্তায় খালের উপর ২৪ ফুট ব্রীজ নির্মাণ। এর প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১৯ লাখ ৭৪ হাজার ১৫৬ টাকা। বাস্তবায়নে ছিল দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ঢাকা। নির্মাণ কাজের দ্বায়িত্বে ছিল, আজমিরীগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী। নির্ধারিত খালের উপর ব্রীজ নির্মাণের পর এক বছরেরও অধিক সময় অতিবাহিত হলেও ব্রীজের উভয়পাশে এ্যাপ্রোচের মধ্যবর্তী স্থানে মাটি ভরাট করা হয়নি। তাই অদ্যাবধি নির্মাণকৃত ব্রীজটি শিক্ষক, শিক্ষার্থী সহ স্থানীয় লোকজনের কোন কাজেই আসছে না। এ ছাড়া ব্রীজ নির্মাণেও নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। কোন কাজের জবাবদিহিতা না থাকলে, খেয়াল খুশিমত কাজ করে নিজেদের পকেট গরম করছে বলে স্থনীয়দের অভিমত। উল্লেখ্য ব্রীজের গায়ের নেমপ্লেটে নির্মাণের তারিখ বা উদ্ধোধনের কিছুই উল্লেখ নেই।