Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে ॥ আমু’র পরে এবার পারকুল চা বাগানে ধর্মঘট

আব্দুল হালীম ॥ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মজুরী বৃদ্ধি, আবাসন, স্বাস্থ্য ও শিক্ষাসহ কয়েকটি দাবিতে শ্রমিক ধর্মঘট অব্যাহত রয়েছে। আমু চা বাগানে ধর্মঘটের পর শুক্রবার এনটিসি’র পারকুল চা বাগানে ধর্মঘট পালিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ধর্মঘট চলে। হবিগঞ্জের সবকটি চা বাগানে পর্যায়ক্রমে ধর্মঘট পালিত হবে বলে জানান শ্রমিক নেতারা।
জানা যায়, ২ বছরেও প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন না হওয়ায় চা শ্রমিকরা চা বাগানগুলোতে পর্যাক্রমে শ্রমিক ধর্মঘট ১২ মে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ৪ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান ও বাগানগুলোতে শ্রমিক ধর্মঘট চলছে। এর মধ্যে দায়ি আদায় না হলে ১২ মে প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে দেশের ১৫৮টি চা বাগানে অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘট শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে এরই ধারাবাহিকতায় চুনারুঘাট উপজেলার এনটিসি’র মালিকানাধীন পারকুল চা বাগানে শ্রমিক ধর্মঘট পালিত হয়েছে। পারকুল চা বাগান পঞ্চায়েত সভাপতি সুবল রাজ বল্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সুজন কর্মকার, কমল পাল। সভায় বক্তারা বলেন, শ্রমিকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।