Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মা-মনি এইচএসএস প্রকল্পের উদ্যোগে মাতৃত্ব জনিত কারনে মৃত্যুবরণকারী মা’দের পরিবার পরিজনদের সহমর্মিতা জানাচ্ছেন

স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ মা-মনি এইচএসএস প্রকল্পের উদ্যোগে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে বানিয়াচংয়ে মাতৃত্ব জনিত কারনে মৃত্যুবরণকারী ২১ জনের পরিবার পরিজনদের খোঁজ খবর নিচ্ছেন মা-মনি এইচএসএস এফআইভিডিভি, স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, ইউনিয়ন পরিষদ, সাংবাদিকসহ একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি মাতৃত্বজনিত কারনে অকালে মৃত্যুবরণকারী মায়েদের মৃত্যুর কারন এ থেকে পরিত্রানের উপায়সহ এ বিষয়ে বিশদ আলোচনা করেন । গতকাল সকালে প্রতিনিধি দলটি বানিয়াচং সদরের মিনাট গ্রামে মাতৃত্ব জনিত কারনে মৃত্যুবরণকারী গোলবাহার বেগম এর বাড়ীতে যান। এ সময় গোলবাহার বেগম এর ৬ সন্তান, আত্মীয় পরিজনদের সাথে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যবৃন্দ। প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মা-মনি এইচএসএস প্রকল্পের উপজেলা কর্ডিনেটর সুফিয়া খাতুন, হবিগঞ্জ এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার মখলিছ মিয়া, স্বাস্থ্য পরিদর্শক আরজু মিয়া, ইউপি সদস্য হাফিজ মিয়া, শিখা রানী মোদক, ফিল্ড সার্পোট অফিসার বেলাল আহমেদ চৌধুরী, পরিবার পরিকল্পনা পরিদর্শক কামরুল হোসেন, প্যারামেডিক ইন্দ্রিলা তিথি বালা, বিশিষ্ট মুরুব্বী আব্দুর রাজ্জাক। প্রতিনিধি দলের পর্যবেক্ষণে প্রতিয়মান হয়যে, অধিক সন্তান নেয়ার কারনে এবং বাচ্চা প্রসব এর সময় হাসপাতালে না নিয়ে বাড়ীতে রেখে ডেলীভারী করার ফলে অকালে মৃত্যুরকোলে ঢলে পড়ছেন অধিকাংশ মা। এ থেকে পরিত্রান পেতে হলে প্রসব বেদনা শুরু হওয়ার পূর্বেই নিকটস্থ স্বাস্থ্যকমীর্র সহযোগিতায় হাসপাতালে নিয়ে যেতে হবে। অধিক সন্তান নেয়া থেকে বিরত থাকতে হবে, পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহন করতে হবে। এসব উপস্থিত শতাধিক মহিলা এসকল উপদেশ নিজেরা মেনে চলবেন এবং অন্যকেও এ বিষয়ে উৎসাহিত করবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হন।